ইসির কর্মপরিকল্পনা ও গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়ে জানালেন সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সংসদ নির্বাচন উপলক্ষ্যে এরইমধ্যে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে এবং তা অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানান তিনি।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিস্তারিত জানান সচিব।

সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে আসা ৮২টি আপত্তির শুনানি আগামী ২৪ আগস্ট থেকে একটানা চারদিন ধরে অনুষ্ঠিত হবে। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এনআইডি সংশোধন প্রসঙ্গে সচিব বলেন, এনআইডি সংশোধনের জন্য যে আবেদনগুলো প্রাথমিকভাবে বাতিল হয়েছে, সেগুলো পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। বর্তমানে সারাদেশে এ ধরনের আপিলের সংখ্যা প্রায় ৮০ হাজার। ইসি মনে করে, যদি ডাটা এন্ট্রি আরও নিখুঁত হয়, তাহলে আপত্তির সংখ্যা আরও কমে আসবে।

ভোটার নিবন্ধন ফরম-২ স্ক্যানের বিষয়ে আখতার আহমেদ জানান, ২০০৮ সাল থেকে যে ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল, তার অনেকগুলো ফর্ম এখনও স্ক্যান করা বাকি। সেই ফর্মগুলো স্ক্যান করে কমিশনের পোর্টালে আপলোড করার কাজ শুরু হয়েছে। এর ফলে তথ্যভান্ডার আরও সমৃদ্ধ হবে।

ভোটকেন্দ্র স্থাপন ও রাজনৈতিক দলের নিবন্ধনের প্রসঙ্গে তিনি বলেন, ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। ভোটকেন্দ্রের সংখ্যা বাড়বে না বরং বিদ্যমান কেন্দ্রগুলোতেই ভোটারদের উপস্থিতি সমন্বয় করা হবে। বর্তমানে প্রতি ৫০০ ভোটারের জন্য একটি বুথ আছে, যা ভবিষ্যতে ৬০০ করা হতে পারে।

রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে সচিব আরও জানান, যে ২২টি রাজনৈতিক দলের আবেদন মাঠপর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল, তাদের কাজ চলছে। যাদের আবেদন বাতিল বা বিবেচনাযোগ্য মনে হয়নি, তাদের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে চিঠি পাঠানো হচ্ছে। বাতিল হওয়ার পেছনে কোন শর্ত পূরণ হয়নি, তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আগাম প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে কোনো উদ্বেগ নেই বলে কমিশন জানিয়েছে।

সবার নিজস্ব কাজ গুছিয়ে নিলেই হবে। নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, মাঠ প্রশাসন নিজ নিজ এলাকায় কাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও তাদের দায়িত্ব পালন করছে। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, কাজের ক্ষেত্রে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে শেষ মুহূর্তে কোনো ধরনের হুড়োহুড়ি বা সমস্যা না হয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে Aug 18, 2025
আলো–ঝলমলে জীবনের অন্তরালের গল্পে রুনা খান! Aug 18, 2025
img
চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করলেন ফিলিস্তিন রাষ্ট্রদূত Aug 18, 2025
আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া: জাকের আলি Aug 18, 2025
‘ভারত-পাকিস্তান সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের সক্রিয় নজর’ Aug 18, 2025
‘ইউক্রেনের ন্যাটোতে যোগদান, সেটা একেবারেই হবে না’ Aug 18, 2025
img
জাকসু নির্বাচন: প্রথম দিনেই ১৩২ মনোনয়ন সংগ্রহ Aug 18, 2025
ছাত্র সংসদ নির্বাচন: নির্ধারিত তফসিল অনুযায়ী জাবির মনোনয়নপত্র বিতরণ Aug 18, 2025
মাই টিভির মালিক সাথীকে ৫ দিনের রিমান্ডে নিল পুলিশ Aug 18, 2025
img
সিয়াম নয়, রাফীর ‘আন্ধার’ সিনেমার নায়ক চঞ্চল Aug 18, 2025
img
জুলাইয়ে উন্নয়ন প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২ মন্ত্রণালয় ও বিভাগ Aug 18, 2025
img
বরগুনা পলিটেকনিকে পোড়ানো হলো শেখ মুজিব ও হাসিনাসংশ্লিষ্ট ৩ শতাধিক বই Aug 18, 2025
img
‘দ্য বেঙ্গল ফাইলস’-কে ঘিরে বিতর্কের ঝড়, নির্মাতার গ্রেপ্তারের দাবি তুললেন প্রযোজক Aug 18, 2025
img
স্লিম ফিগারের বাইরেও সৌন্দর্য আছে, বললেন দুরেফিশান Aug 18, 2025
img
পরিবারের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলেন আমির খানের ভাই Aug 18, 2025
img
সিলেটের সাদাপাথর কাণ্ডে এবার কোম্পানীগঞ্জের ইউএনও বদলি Aug 18, 2025
img
পাক অভিনেত্রী হুমাইরার মৃত্যুতে নতুন মোড়, তদন্তে পুলিশ Aug 18, 2025
img
নন্দোৎসবে জাহ্নবীর মুখে ‘ভারত মাতা কি জয়’, নেটিজেনদের কটাক্ষ Aug 18, 2025
img
এনবিআরের আরও ৫ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত Aug 18, 2025
img
ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন : ছাত্রদল Aug 18, 2025