মলয়ালম সিনেমার প্রসিদ্ধ অভিনেতা ফাহাদ ফাসিল প্রকাশ করেছেন, তিনি এক সময় বিশ্বের খ্যাতিমান মেক্সিকান পরিচালক আলেজান্দ্রো গন্সালেজ ইন্যারিটুর সঙ্গে কাজের কাছাকাছি পৌঁছেছিলেন। ‘বার্ডম্যান’ এবং ‘দ্য রেভেনান্ট’সহ বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণে খ্যাত এই পরিচালক এক প্রজেক্টের জন্য ফাহাদের নির্বাচনের কথা ভাবছিলেন।
একটি সাক্ষাৎকারে ফাহাদ ফাসিল জানিয়েছেন, অডিশনের পর তাকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়নি। তবে তাঁর উচ্চারণ বা অ্যাকসেন্টের কারণে কাজটি বাস্তবে রূপ নিতে পারেনি। ইন্যারিটু তাকে যুক্তরাষ্ট্রে তিন থেকে চার মাস কাটিয়ে অ্যাকসেন্ট শিখতে বলেছিলেন, কিন্তু ফাহাদ এই সময় দিতে রাজি হননি। তিনি বলেন, ‘বাণিজ্যিকভাবে কোনো অর্থ ছিল না এবং এত সময় শুধু উচ্চারণের জন্য ব্যয় করতে আমি আগ্রহী ছিলাম না।’
ফাহাদ আরও জানান, পরিচালককে ভিডিও কলে দেখিয়ে হয়তো তিনি দ্রুত বুঝে গিয়েছিলেন যে চরিত্রের জন্য ফিট নন। অভিনেতা আরও বলেছেন, ‘আমার ক্যারিয়ারের সমস্ত জাদু মলয়ালম সিনেমার মধ্যেই ঘটেছে।’
এদিকে, ফাহাদ ফাসিল তাঁর নতুন ছবির জন্যও প্রস্তুত হচ্ছেন। আলথাফ সালিমের পরিচালনায় ‘ওডুম কুথিরা চাদুম কুথিরা’ ছবিটি আগস্ট ২৯ তারিখে মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে কল্পনাপ্রসূত রোমান্টিক কমেডির সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল ও ক্যালিয়ানি প্রিয়দর্শন। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন বিনয় ফোর্ট, রেভাথি পিল্লাই, লাল এবং লক্ষ্মী গোপালস্বামী। ছবিটি এ বছর অনম উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।
এফপি/ টিএ