জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।
জানা গেছে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচিত হন সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। সাবেক এমপির ব্যক্তিগত সহকারীর দাপট দেখিয়ে বিভিন্ন অপকর্ম করেছেন মিজানুর রহমান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিজানুর রহমান আত্মগোপনে ছিলেন। রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে জামালপুর পৌর শহরের জিগাতলা এলাকায় সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেটের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। তাকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় জামালপুর সদর থানা পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিজানুরকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ, সাবেক এমপি ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে একাধিক মামলায় কারাগারে রয়েছেন।
এসএন