ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ অন্যান্য ইউরোপীয় নেতারা যখন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন নিজস্ব কূটনৈতিক প্রচেষ্টায় ব্যস্ত সময় পার করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট), এখন পর্যন্ত চারজন বিশ্বনেতার সঙ্গে ফোনে কথা বলেছেন পুতিন।
প্রতিবেদন মতে, এদিন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা’র সঙ্গে ফোনে কথা হয়েছে রুশ নেতার। এছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাহমনের সঙ্গেও আলোচনা হয়েছে পুতিনের।
ক্রেমলিনের টেলিগ্রাম অ্যাকাউন্ট অনুসারে, পুতিন গেল শুক্রবার আলাস্কায় ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের ‘মূল ফলাফল’ সম্পর্কে নেতাদের অবহিত করেছেন।
এর মধ্যে, মোদি-পুতিনের ফোনালাপের খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নরেন্দ্র মোদি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চলমান সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেছেন (পুতিনের সঙ্গে ফোনালাপে)।
ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে, ভারত এই বিষয়ে তার পূর্ণ সমর্থন দেবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মোদি এবং পুতিন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।
পরে ফোন করার জন্য নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে পুতিনকে ধন্যবাদও জানিয়েছেন মোদি।
এফপি/ টিএ