২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচের জন্য সোমবার (১৮ আগস্ট) ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই প্রাথমিক দলে ডাক পেয়েছেন হোসে ম্যানুয়েল আলবার্তো লোপেজ।
এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাছাইপর্বের শেষ দুই ম্যাচেও ভালোভাবেই শেষ করতে চায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এর আগে দলে তরুণ কিছু খেলোয়াড়কে সুযোগ দিচ্ছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। সেই ধারাবাহিকতায় এবার আর্জেন্টিনার প্রাথমিক দলে ডাক পেলেন ম্যানুয়েল লোপেজ।
২৪ বছর বয়সি এই স্ট্রাইকার ব্রাজিলের ক্লাব পালমেইরাসে খেলেন। ক্লাবটির হয়ে ৪২ ম্যাচ খেলে গোল করেছেন ১৫টি। গোলে সহায়তা চারটিতে। ব্রাজিলের চলতি মৌসুমে পালমেইরাসের সেরা খেলোয়াড়দের একজন লোপেজ।
আর্জেন্টিনার সান লরেঞ্জোতে বেড়ে ওঠা এই তরুণ নিজের ফুটবলের যাত্রা শুরু করেছে এল প্রোগ্রেসোর হয়ে। এছাড়াও, জুনিয়র পর্যায়ে খেলেছেন বোকা জুনিয়র্স এবং ইন্ডিপেন্ডিয়ানতের হয়েও। আর্জেন্টাইন ক্লাব লানুসের হয়ে সিনিয়র লেভেলে খেলা শুরু করেন লোপেজ। ২০২২ সালে আর্জেন্টিনা ছেড়ে পারি জমায় ব্রাজিলে। এখন দেখার বিষয়, বিশ্বকাপ বাছাইয়ের চূড়ান্ত স্কোয়াডে ম্যানুয়েল লোপেজের জায়গা হয় কিনা।
এদিকে দলে মেসি, মার্টিনেজ, রোমেরোরা ছাড়াও রয়েছেন সকল পরিচিত মুখ। তবে গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখা এঞ্জো ফার্নান্দেজ নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডে জায়গা পাননি। চোট কাটিয়ে উঠতে না পারায় পাওলো দিবালাও ডাক পাননি। রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সি মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে স্কোয়াডে রেখেছেন স্ক্যালোনি।
টিকে/