বলিউডের সুপরিচিত অভিনেত্রী বিদ্যা বালান বাংলা সংস্কৃতির সঙ্গে তার অঙ্গাঙ্গী সম্পর্কের পরিচয় আবারও তুলে ধরলেন। মুম্বইতে ‘পরিণীতা’র ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা প্রিমিয়ার অনুষ্ঠানে লাল শাড়ি পরিহিত তিনি মন খুলে ঢাকের তালে ধুনুচি নাচে মাতলেন। সঙ্গে ছিলেন পরিচালক বিধু বিনোদ চোপড়া, যাকে বাঙালি স্টাইলে ধুনুচি নাচ শেখালেন বিদ্যা।
প্রিমিয়ারের আগে বাংলা ব্যান্ড হুলিগানসের ‘আমাদের বকুল তলায় ভিড় জমেছে…’ গানটি গানেও মাতলেন তিনি। ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর শাড়িতে পুরোপুরি বাঙালি আবহ তৈরি করেছেন বিদ্যা। যদিও জন্মসূত্রে তিনি দক্ষিণী এবং বৈবাহিকভাবে পাঞ্জাবি, তবু বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তার আত্মিক সংযোগ স্পষ্ট।
বিদ্যা বালানের বাংলা সিনেমায় অভিনয় শুরু হয়েছিল গৌতম হালদারের পরিচালিত ‘ভালো থেকো’ চলচ্চিত্র দিয়ে। এরপর সুজয় ঘোষের ‘কাহানি’-তে তিনি বঙ্গনারী ‘বিদ্যা বাগচী’ হিসেবে খ্যাতি পান। এছাড়া তার জনপ্রিয় চরিত্র ‘মঞ্জুলিকা’ও বাঙালি ভূতের চরিত্র। তিনি বলেন, জীবনে অনেক বাঙালিকে তার কৃতজ্ঞতা জানানোর আছে।
প্রদীপ সরকারের ‘পরিণীতা’ ২০০৫ সালে মুক্তি পায় এবং শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবি বাংলা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ২০ বছর পূর্তি উপলক্ষে পুনরায় রিলিজ করা হলে, বিদ্যার বঙ্গী আবেগ এবং শিল্পীর আত্মিক সংযোগ আরও উজ্জ্বলভাবে প্রকাশ পায়। প্রিমিয়ার অনুষ্ঠানে তার ধুনুচি নাচ সেই আবহকে আরও তীব্র করে তুলেছে।
এমকে/টিকে