‘বেবি ডল’ খ্যাত কণিকা কাপুর ক্ষোভ উগরে দিলেন ভারতের সংগীতজগতের বঞ্চনা নিয়ে। একের পর এক হিট গান গেয়েও তিনি জানালেন -গায়করা ন্যায্য সম্মান পান না, পারিশ্রমিক পান না, রয়্যালটি তো দূরের কথা।
বলিউডে এক দশক ধরে জনপ্রিয় গান উপহার দিয়েছেন কণিকা। ‘বেবি ডল’, ‘চিট্টিয়া কলাইয়া’, ‘লাভলি’, ‘দেশি লুক’, ‘বিট পে বুটি’ এখনও বাজলেই শ্রোতাদের মুখে হাসি ফোটে। অথচ এই গানগুলোর জন্য ন্যায্য পারিশ্রমিক পাননি শিল্পী নিজেই।
এক সাক্ষাৎকারে কণিকা কাপুর জানান, অনেক সময় গানের চুক্তিপত্রে পারিশ্রমিক হিসাবে লেখা হয় মাত্র ₹১০১ টাকা। আরও বিস্ফোরক তথ্য দিয়ে তিনি বলেন- ভারতের সবচেয়ে বড় গায়ক-গায়িকাও বহু হিট গানে বিনা পারিশ্রমিকে কণ্ঠ দিয়েছেন।
কণিকার ভাষায়, “গান গেয়ে উপার্জন নয়, শো করেই বাঁচতে হয় আমাদের। গলার আওয়াজ যদি একদিন চলে যায়, তবে সব শেষ।”
তাঁর এই মন্তব্যে যেন ফের সামনে চলে এল বলিউড সংগীতশিল্পীদের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস। রয়্যালটি নেই, স্বত্ব নেই, ভবিষ্যতের সুরক্ষাও নেই। গানের সমস্ত আয় চলে যায় মিউজিক লেবেলের পকেটে, অথচ গায়কের হাতে থেকে যায় সামান্য অঙ্কের টাকা।
কণিকার এই ক্ষোভ শুধু ব্যক্তিগত নয়, বরং গোটা সংগীতশিল্পের গোপন যন্ত্রণা ও অনাদরের মুখপত্র হয়ে উঠেছে।
পিএ/টিএ