বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব দলের একসঙ্গে আলোচনায় বসা উচিত বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, ‘আমাদের কিছু অবজারভেশন আছে। এগুলো নিয়ে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলবো, মতবিনিময় করবো। প্রধান ইস্যুগুলোতে আমরা (রাজনৈতিক দলগুলো) সবাই একমত হয়েছি। ‘‘জুলাই সনদ’’ খুবই গুরুত্বপূর্ণ, সেটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য এবং নির্বাচনের জন্যও।’
ডা. তাহের বলন, ‘হাসি-খুশির মধ্যে যেন একটা জাতীয় নির্বাচন হতে পারে... সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক সেটা এখনো বজায় আছে। বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে কেউ যদি কিছু বলে, আমরা মনে করি সেটা উচিত না এবং সেটা আমরা এত আমলে নিই না।’
আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, আজ বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় জামায়াতের প্রতিনিধি দল হাসপাতালে যাবে।
জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) দিনগত রাত ১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব। পরে তিনি রাজধানীর গুলশানে রাত ১১টা পর্যন্ত বৈঠক করেন তিনি। এরপর অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
এসএন