সেন্ট জেমস পার্কে গৃহযুদ্ধ তাহলে লেগেই গেল। চলতি দলবদলে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে ইচ্ছুক লিভারপুল। আক্রমণভাগের শক্তি বৃদ্ধিতে নিউক্যাসল ইউনাইটেডের এই সুইডিশ স্ট্রাইকারই ছিল তাদের প্রথম পছন্দ। অলরেডরা বড় অঙ্কের অর্থের প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দিয়েছে ম্যাগপাইরা। কিন্তু খোদ ইসাক লিভারপুলে যোগ দিতে চান। মৌসুম শুরু হয়ে গেলেও নিউক্যাসলের হয়ে অনুশীলন পর্যন্ত করছেন না ইসাক। ক্রমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
ইসাককে দলে পেতে লিভারপুল ১১০ মিলিয়ন পাউন্ডের (প্রায় ১৮০০ কোটি) প্রস্তাব দিয়েছিল নিউক্যাসলকে, যেখানে ছিল অ্যাড-অনস হিসেবে আরও বেশি অর্থলাভের সুযোগ। কিন্তু ম্যাগপাইরা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে, সুইডিশ স্ট্রাইকারের জন্য তাদের চাওয়া ১৩০ মিলিয়ন পাউন্ড (২,১৩০ কোটি টাকা) । কিন্তু নাছোড়বান্দা ইসাকও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, 'পুনরায় দলে ফেরার কোনো ইচ্ছা নেই'। দলবদল মৌসুমের এই পর্যায়ে এসে ম্যাগপাইদের সঙ্গে এই সুইডিশ স্ট্রাইকারের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে।
আপাতত ইসাক সতীর্থদের থেকে আলাদা অনুশীলন করছেন এবং গত শনিবার (১৬ আগস্ট) অ্যাস্টন ভিলার বিপক্ষে নিউক্যাসলের প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে অংশ নেননি। ম্যাচ শেষে নিউক্যাসল বস এডি হাও স্বীকার করেন, তিনি চান দ্রুতই এ পরিস্থিতির সমাধান হোক, তবে ইসাক যে সেন্ট জেমস পার্ক ছাড়তে বদ্ধপরিকর তা স্পষ্ট হয়েছে তার নতুন বিবৃতিতে।
মঙ্গলবার রাতে ২০২৪-২৫ মৌসুমের পিএফএ প্রিমিয়ার লিগ টিম অব দ্য সিজনের তালিকা প্রকাশ করেছে, যেখানে জায়গা পেয়েছেন গত মৌসুমে লিগে ২৩ গোল করা ইসাক। এই স্বীকৃতির কয়েক মিনিট পরেই এই সুইডিশ স্টড়াইকার কড়া ভাষায় এক বিবৃতি দেন, যেখানে তিনি নিউক্যাসল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন।
তিনি লিখেছেন, 'যখন প্রতিশ্রুতি ভঙ্গ হয় এবং বিশ্বাস নষ্ট হয়, তখন সম্পর্ক আর চলতে পারে না। পিএফএ প্রিমিয়ার লিগ টিম অব দ্য সিজনে জায়গা পাওয়ায় আমি গর্বিত, কারণ এটি এসেছে আমার সতীর্থদের ভোটে। প্রথমেই আমি আমার সতীর্থদের এবং নিউক্যাসল ইউনাইটেডের সবার প্রতি কৃতজ্ঞ, যারা এ যাত্রায় আমাকে সমর্থন দিয়েছেন।'
ইসাক আরও লিখেছেন, 'আমি আজকের অনুষ্ঠানে নেই। যা কিছু চলছে, তাতে উপস্থিত হওয়া সঠিক মনে হয়নি। অনেক দিন আমি চুপ থেকেছি, যখন অন্যরা কথা বলেছে। সেই নীরবতা মানুষকে তাদের নিজেদের গল্প চালানোর সুযোগ দিয়েছে, যদিও তারা জানত এর ভেতরে যা সত্যিই বলা হয়েছিল এবং গোপনে যা মেনে নেওয়া হয়েছিল, তার প্রতিফলন নয়। বাস্তবতা হলো, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং ক্লাব দীর্ঘদিন ধরে আমার অবস্থান জানে। এখন যেভাবে বিষয়গুলোকে নতুন করে তুলে ধরা হচ্ছে, তা বিভ্রান্তিকর। যখন প্রতিশ্রুতি ভঙ্গ হয় এবং বিশ্বাস নষ্ট হয়, তখন সম্পর্ক আর চলতে পারে না। এটাই এখন আমার অবস্থান এবং পরিবর্তন সবার জন্যই ভালো, শুধু আমার জন্য এমনও নয়।'
গত মৌসুমের দারুণ পারফরম্যান্সের জন্য পিএফএ'র প্রিমিয়ার লিগের টিম অব দ্য ইয়ারে জায়গা পেয়েছেন নিউক্যাসলে খেলা ইসাক।
ইসাকের কড়া বক্তব্যের পর চুপ করে বসে থাকেনি নিউক্যাসলও। এর ঘণ্টাকয়েক পরেই ক্লাবটি নিজেদের ওয়েবসাইটে আত্মপক্ষ সমর্থন করে পাল্টা বিবৃতি দিয়েছে। সেখানে তারা কোনো ধরণের প্রতিজ্ঞার কথা অস্বীকার করেছে।
ম্যাগপাইরা সেই বিবৃতিতে লিখেছে, 'আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে অ্যালেক্স (ইসাক) এখনও আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ এবং নিউক্যাসল ইউনাইটেড কর্তৃপক্ষের পক্ষ থেকে কখনোই এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি যে তিনি এই গ্রীষ্মে ক্লাব ছাড়তে পারবেন।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমরা আমাদের সেরা খেলোয়াড়দের ধরে রাখতে চাই, তবে একই সঙ্গে এটাও বুঝি যে খেলোয়াড়দের নিজেদের ইচ্ছা থাকে এবং আমরা তাদের মতামতকে গুরুত্ব দিই। অ্যালেক্স ও তার প্রতিনিধিদের আমরা যেমন ব্যাখ্যা করেছি, নিউক্যাসল ইউনাইটেড, দল ও আমাদের সমর্থকদের সেরা স্বার্থের কথাই আমাদের প্রতিটি সিদ্ধান্তে প্রধান বিবেচনা।
আর আমরা পরিষ্কার জানিয়েছি যে এই গ্রীষ্মে বিক্রির শর্তগুলো পূরণ হয়নি। আমরা মনে করি না যে এই শর্তগুলো পূরণ হওয়ার সম্ভাবনা আছে।'
ইসাক অনুশীলনে ফিরলে তাকে স্বাগত জানানোর কথা জানিয়েছে ক্লাবটি, 'এটি এক গর্বিত ফুটবল ক্লাব, যার ঐতিহ্য সমৃদ্ধ, এবং আমরা সবসময় আমাদের পারিবারিক আবহ ধরে রাখতে সচেষ্ট। অ্যালেক্স আমাদের পরিবারেরই অংশ, এবং তিনি যখন সতীর্থদের সঙ্গে আবার যোগ দিতে প্রস্তুত হবেন, তখন তাকে স্বাগত জানানো হবে।'
এমকে/এসএন