জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। একের পর এক দুর্দান্ত গল্পের সিনেমা-নাটকে কাজ করে চলছেন। তার অভিনয় দক্ষতা কোটি ভক্তের হৃদয় কাড়ে। এবার তিনি নাম লেখালেন অন্যরকম একটি চরিত্রে।
‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নামের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আলী জুলফিকার জাহেদী। আর এতে একজন চিত্রনায়িকার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী রুনা খানকে।
সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে রুনা খান বলেন, ‘গত শীতে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কথাবার্তা শুরু হয়। নির্মাতা আলী জুলফিকার জাহেদী গল্পটা শোনালে আমার ভালো লাগে। এরপর চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তিবদ্ধ হই। এই সিনেমায় অভিনয় করব একজন চিত্রনায়িকার ভূমিকায়। অভিনেত্রী হিসেবে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে চাই।’
শুটিং শুরু হওয়ার বিষয়ে রুনা খান জানান, ‘আমার জানা মতে এ বছর শীতের সময় থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সময়ের আগে পরে হতে পারে। সিনেমাটি বড় আয়োজনের হতে যাচ্ছে। দেশে এবং দেশের বাইরে শুটিং হবে। আমরা প্রত্যাশা করছি দর্শকের ভালো লাগবে। বাস্তবের ছোঁয়া থাকবে সিনেমাটির গল্পে।’
এর আগে ২০০৭ সালে নোমান রবিনের পরিচালনায় একটি টেলিফিল্মে যাত্রাপালার প্রিন্সেসের চরিত্রে অভিনয় করেন রুনা খান। তাছাড়া এর আগেও তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলে জানিয়েছেন সময় সংবাদকে। জানা গেছে রুনা খানের তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হলো- মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’।