ইন্টার মায়ামির স্ট্রাইকার লুইস সুয়ারেজ জানিয়েছেন, দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে তিনি অবসর নিতে ভালোবাসবেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, কোনো খেলোয়াড়ের ভবিষ্যৎ অন্যের ওপর নির্ভরশীল নয়। ২০২৫ সালের এমএলএস মৌসুম শেষে তাদের চুক্তি শেষ হবে, এবং সুয়ারেজ আপাতত বর্তমান মৌসুমে দলের উন্নয়নে মনোযোগী।
মায়ামিতে খেলা লুইস সুয়ারেজ জানিয়েছেন, দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসির সঙ্গেই অবসর নিতে চান তিনি। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, কোনো খেলোয়াড়ের ভবিষ্যৎ অন্যের ওপর নির্ভরশীল নয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) সুয়ারেজ বলেন, 'আমরা দু’জনই এখন যথেষ্ট বয়স্ক। আমাদের প্রত্যেকেই নিজের মতো করে সিদ্ধান্ত নেব—যেটা আমাদের ব্যক্তিগত কল্যাণের জন্য সঠিক হবে।আমার ক্ষেত্রে, আমি এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমি শুধু বলতে পারি, আমি তার সঙ্গে অবসর নিতে ভালোবাসব, কারণ আমরা বহু বছর ধরে একসঙ্গে অবসর নেওয়ার কথা বলেছি। এটা হতে পারে, আবার নাও হতে পারে। সবকিছু নির্ভর করছে আমার নবায়ন, তার নবায়ন এবং সঠিক সময়ে আমাদের নিজ নিজ সিদ্ধান্তের ওপর।'
২০২৫ এর এমএলএস মৌসুম শেষে মেসি ও সুয়ারেজ উভয়ের সঙ্গেই ইন্টার মায়ামির চুক্তির মেয়াদ শেষ হবে। ইএসপিএনের সূত্র নিশ্চিত করেছে যে, ক্লাব ও মেসির মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং উভয় পক্ষই মাঠে ও মাঠের বাইরে সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী।
ভবিষ্যৎ নিয়ে এখনই সিদ্ধান্ত না নিয়ে সুয়ারেজ বর্তমানেই মনোযোগী হতে চান। তিনি ইন্টার মায়ামির উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, 'আমি খুশি, শারীরিকভাবে ভালো লাগছে, দলকে সাহায্য করছি। ক্লাব যদি চায়, তাহলে কোনো সমস্যা হবে না। গুরুত্বপূর্ণ হলো আমরা দু’জন একই পথে আছি, ইন্টার যেন ক্লাব হিসেবে আরও বড় হয়, ভালো খেলোয়াড় আনে, আর লিগটিও যেন আরও এগিয়ে যায়। বছরের শেষে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা এখনই বলা যায় না। ফুটবলে পরিকল্পনা থাকে, কখনও সফল হয়, কখনও ব্যর্থ। আপাতত আমি ইন্টার মায়ামিতে এই সময়টা উপভোগ করছি, তারপর দেখা যাবে।'
ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ টাইগ্রেস ইউএএনএল'র বিপক্ষে। লিগস কাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচটি বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কোচ হাভিয়ের মাশচেরানো জানিয়েছেন, এই ম্যাচে মেসির প্রথম একাদশে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। চোট সমস্যার জন্য আলাদাভাবে অনুশীলন করছেন তিনি।
গত শনিবার (১৬ আগস্ট) এলএ গ্যালাক্সির বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন মেসি। সেই ম্যাচে একটি গোল ও অ্যাসিস্ট করেন তিনি। তবে মাশচেরানো জানিয়েছেন, খেলার সময় মেসি শতভাগ ফিট অনুভব করেননি।
এ ব্যাপারে মায়ামির কোচ বলেন, 'লিও দলের সঙ্গে অনুশীলন করেনি, আলাদাভাবে করেছে। খেলায় যে অস্বস্তি অনুভব করেছিল, সেটা এখনো আছে। কালকের অনুশীলনের পর দেখা যাবে কী হয়। তবে তাকে এখনো বাদ দেওয়া হয়নি। সে খেলবে কি না—এখনই বলা সম্ভব নয়। সবকিছু নির্ভর করছে তার অনুভূতির ওপর।'
ইন্টার মায়ামি ২০২৩ সালে প্রথম লিগস কাপ জিতেছিল, যেখানে তারা ন্যাশভিল এসসিকে টাইব্রেকারে হারিয়ে ট্রফি তুলে ধরে।
ইএ/টিএ