সালমান খান অভিনীত ব্যর্থ ছবি ‘সিকান্দার’-এর পর নতুন তামিল ছবি ‘মাদরাসি’ নিয়ে ফিরছেন পরিচালক এ আর মুরুগাদোস। মুক্তির আগে তিনি প্রকাশ করেছেন চাঞ্চল্যকর তথ্য, এই ছবির মূল চরিত্রে প্রথমে শাহরুখ খানকে নিতে চেয়েছিলেন তিনি।
প্রায় সাত-আট বছর আগে শাহরুখের সঙ্গে চরিত্রের ধারণা শেয়ারও করেছিলেন মুরুগাদোস, তবে নানা কারণে তা আর এগোয়নি।
তিনি জানান, ‘মাদরাসি’ ছবিটি প্রথমে হিন্দি ভাষায় তৈরি করার পরিকল্পনা ছিল এবং তিনি বলিউডের বাদশাহ শাহরুখ খান-কে এই চরিত্রে কাস্ট করতে চেয়েছিলেন।
গালাট্টা প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে মুরুগাদোস বলেন, ‘আমি পুরো ছবিটা শাহরুখ খানকে নিয়ে ভাবিনি, তবে তার কাছে এই ছবির মূল চরিত্রটির ধারণা দিয়েছিলাম। প্রায় ৭-৮ বছর আগে আমি তাকে এই চরিত্রের কথা জানাই এবং তিনিও এতে আগ্রহ প্রকাশ করেছিলেন।’
মুরুগাদোস আরো বলেন, ‘সেই সময় আমার কাছে শুধু চরিত্রটি ছিল, পুরো চিত্রনাট্য লেখা ছিল না।
ছবি দেখার পর আপনারা বুঝতে পারবেন আমি চরিত্রের কথা কেন বলছি। সেই সময় সিনেমাটোগ্রাফার রবি কে. চন্দ্রন আমাকে শাহরুখের সঙ্গে দেখা করার সুযোগ করে দেন। তিনি খুব মিষ্টি ব্যবহার করেছিলেন এবং বলেছিলেন যে আমরা ছবিটি করব। কিন্তু নানা কারণে দেরি হওয়ায় কাজটি আর এগোয়নি।
শাহরুখের সঙ্গে আর কাজটি হয়নি। এরপর সালমান খানকে নিয়ে এই পরিচালক নির্মাণ করেন ‘সিকান্দার’। ‘আকিরা’ সিনেমার ৯ বছর পর ‘সিকান্দার’ দিয়ে বলিউডে ফেরেন মুরুগাদোস।
এদিকে শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে পাঠান, জওয়ান এবং ডানকি ছবিতে। বর্তমানে তিনি পরিচালক সিদ্ধার্থ আনন্দ-এর ছবি ‘কিং’-এর শুটিং করছেন, যেখানে তার মেয়ে সুহানা খানও অভিনয় করছেন।
ইএ/টিএ