মানুষ আড়ালের কষ্টটা বোঝে না, শুধু চাকচিক্য দেখে : মালাইকা

বলিউডে আইটেম গানের কথা উঠলেই যার কথা সবার আগে মাথায় আসে তিনি মালাইকা আরোরা। শুধু আইটেম গানে নেচেই নিজেকে অনন্য করে তুলেছেন ‘মুন্নি বদনাম হুয়ি’ গার্ল।

কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন একান্ন বছর বয়সী এ অভিনেত্রী। কারণ, তার শরীরী সৌন্দর্যে এখনো বুঁদ নেটিজেনরা।

মালাইকার চাকচিক্যময় জীবন নিয়ে নানা সময়ে প্রশ্নও উঠলেও তার সত্যিকারের জীবন এতটা সহজ নয়, কখনো ছিলও না। কারণ অনেক সংগ্রাম করে আজকের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

সেই সংগ্রামের গল্প বলতে গিয়ে মালাইকা জানিয়েছেন, সিঙ্গেল মায়ের কাছে বড় হয়েছেন, ছোট বোন অমৃতা আরোরারও যত্ন নিতেন তিনি।

এরপর বলেন, ‘আমার মা চাকরি করতেন, যার কারণে আমাকে বাড়তি দায়িত্ব নিতে হয়। খুব ছোট বয়সেই এমন এক অবস্থায় পড়ি, যেখানে আমার দায়িত্ব নিতে হয়েছে। আমি আমার বোনেরও (অমৃতা আরোরা) যত্ন নিতাম এবং সময়ের আগেই দায়িত্বশীল হয়ে ওঠি।’

মাত্র ১৭ বছর বয়সে উপার্জন শুরু করেন মালাইকা।



তখন তার মনোযোগ ছিল কেবল উপার্জন, সঞ্চয় ও বিনিয়োগে। সিঙ্গেল মায়ের কাছে বড় হওয়ার কারণে কি এটা করতে হয়েছে? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে মালাইকা বলেন, ‘সম্ভবত। আমার মনে হয়, তখন কিছু অনিরাপত্তা তৈরি হয়েছিল।’

মালাইকা আরোরা বলেন, “আমাদের কোনো কিছুর অভাব ছিল না। তবে মা অনেক কষ্ট করে আমাদের সবকিছু দিয়েছেন।

শিক্ষা, খাবার, জামাকাপড় যা প্রয়োজন সবই দিয়েছেন। মা কখনো বলেননি, ‘তুমি এটা পাবে না’। যত কঠিনই হোক না কেন, তিনি সব একাই সামলেছেন। কাজ করেছেন, আমাদের বড় করেছেন, স্কুল-কলেজে পড়িয়েছেন- সবকিছু করেছেন।”

ব্যক্তিগত জীবনে মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি, সেই দৃঢ়তা, সংকল্প বা শক্তি আমি তার কাছ থেকেই পেয়েছি। আমি তার জীবন দেখে বড় হয়েছি এবং সেই শিক্ষা আমার মধ্যে গভীরভাবে প্রভাব ফেলেছে।’

বাস্তব পরিস্থিতির কারণে মালাইকা প্রায়ই অনুভব করতেন, তাকে আরো বেশি কিছু করতে হবে। কঠিন এই জীবনের জার্নিতে কখনো ক্লান্ত হয়ে উঠেছেন। ‘হ্যাঁ, এমন সময় এসেছে যখন মনে হয়েছে একটু বিশ্রাম নিই। কিন্তু আবার মনে হয়েছে, আমার দায়িত্ব আছে। আমি এমন একজন মেয়ে হতে চেয়েছিলাম, যার ওপর সবাই ভরসা করতে পারেন।’ বললেন তিনি।

মালাইকার পৈতৃক কোনো সম্পত্তি নেই, তাই নিজের লক্ষ্যে পৌঁছাতে তাকে কঠোর পরিশ্রম করতে হয়। তার জীবনযাপন নিয়ে মানুষের মন্তব্য তাকে হতাশ করে। বিলাসিতা প্রসঙ্গে তার ভাষ্য, “আমি বসে থেকে বলতে পারি না- ‘আরে, আজ কাজ করব না।’ এমন বিলাসিতা আমার নেই।”

মালাইকা বলেন, ‘অনেকেই আমার জীবনযাপন নিয়ে মন্তব্য করেন। কিন্তু তারা বোঝেন না এই জীবনধারা বজায় রাখতে, একটি পরিবার চালাতে, সব কিছু ঠিকঠাক রাখতে কতটা পরিশ্রম করতে হয়। মানুষ শুধু চাকচিক্য দেখে। কিন্তু এর পেছনের কষ্টটা বোঝে না।’

১৯৯৮ সালে আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। এরপর আর বিয়ে করেননি মালাইকা।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পর্দায় একসাথে ফিরছেন বাহুবলী ও দেবসেনা! Aug 21, 2025
img
গার্বেজ ক্যাফে:যেখানে খাবার মেলে প্লাস্টিকের বিনিময়ে Aug 21, 2025
img
বিদেশি সিগারেট পাচারকালে আশুলিয়ায় আটক ২ Aug 21, 2025
চীনের সামরিক আধুনিকীকরণ: ভবিষ্যতের জন্য হুমকি Aug 21, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 21, 2025
ডাকসু নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা Aug 21, 2025
ঘোলাটে পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন মেঘমল্লার বসু Aug 21, 2025
বিএনপি কর্মীদের বর্তমান কার্যকলাপ নিয়ে যা বললেন জয় Aug 21, 2025
নতুন বইয়ে শেখ হাসিনার নামের আগে লেখা হবে ‘স্বৈরাচারী শাসক’ Aug 21, 2025
img
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন : সালাউদ্দিন টুকু Aug 21, 2025
দিল্লিতে মাথায় চুল গজানোর চিকিৎসা করেছেন আওয়ামী লীগ আমলের এমপি, একাকীত্বে কাটছে না সময়! Aug 21, 2025
নির্দেশ উপেক্ষা করে অফিস করছেন বিএফআইইউ প্রধান Aug 21, 2025
ডাকসুর মনোনয়ন যদি বহিষ্কারের কারণ হয় সেটি তাদের পরিষ্কার করা উচিত Aug 21, 2025
ফখরুল ইসলামকে দেখতে এসে যে ইঙ্গিত দিলেন জামায়াতের নায়েবে আমির Aug 21, 2025
img
ভোলাগঞ্জের ঘটনায় এবার মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চতর তদন্ত কমিটি Aug 21, 2025
সালাহর অবিশ্বাস্য রেকর্ড তৃতীয়বারের মতো! Aug 21, 2025
অবকাশ যাপনকালে আইজার খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক Aug 21, 2025
হানিয়া আমিরের নতুন সারপ্রাইজ ঘোষণা! Aug 21, 2025
img
গণতান্ত্রিক ছাত্রসংসদের জাবি শাখার যুগ্ম-আহ্বায়কের পদত্যাগ ঘোষণা Aug 21, 2025
img
বাগেরহাটে আসন কমানোর প্রস্তাব প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল Aug 21, 2025