সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে কি-না তা খুঁজতে মন্ত্রিপরিষদ বিভাগ ৫ সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে। সাদাপাথর কান্ডে এবার মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চতর তদন্ত কমিটি
সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে কি-না তা খুঁজতে মন্ত্রিপরিষদ বিভাগ ৫ সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে। সাদাপাথর লুটের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে সুপারিশসহ কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাহেদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন স্পট ও রেলওয়ে বাংকার এলাকায় দীর্ঘদিন ধরে
অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে পরিবেশ ও পর্যটন এলাকার নান্দনিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে এই অবৈধ উত্তোলনের খবর প্রকাশিত হওয়ার পর সরেজমিন তদন্ত ও মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কারের সচিবকে। সদস্য সচিব হিসেবে রয়েছেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)।
এছাড়া সদস্য হিসেবে আছেন জননিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি।