নিরাপত্তা ইস্যুতে আফগানিস্তানকে কঠোর পদক্ষেপের আহ্বান চীন-পাকিস্তানের

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে পাকিস্তান ও চীন।

একইসঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও চীন-পাকিস্তান ইকোনমিক করিডর (সিপিইসি) আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে তারা। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান-আফগানিস্তান-চীনের ত্রিপক্ষীয় সংলাপের ষষ্ঠ বৈঠকে এই আহ্বান জানানো হয়েছে। তালেবানের ক্ষমতায় ফেরার পর কাবুলে প্রথমবারের মতো এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক ও এর বাইরে আলাদা আলোচনায়ও নিরাপত্তা ছিল প্রধান আলোচ্য বিষয়।

এছাড়া পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা আফগান নেতাদের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

জাতিসংঘের মূল্যায়ন অনুযায়ী, ২০২১ সালের আগস্টের পর থেকে আফগানিস্তান আবারও ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে), তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), ইস্ট তুর্কেস্তান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম) ও আল-কায়েদার ঘাঁটিতে পরিণত হয়েছে। পাকিস্তান ও চীন এই গোষ্ঠীগুলোকে নিজেদের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখছে।

চীনের মধ্যস্থতায় গত মে মাসে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে পাকিস্তান ঘনিষ্ঠ নিরাপত্তা সমন্বয়ের প্রতিশ্রুতি পেয়েছিল। তখন বেইজিং জানিয়েছিল, ভবিষ্যতের অর্থনৈতিক প্রকল্প, বিশেষত মেস আইনাক কপার খনি উন্নয়ন, ইটিআইএম দমনের ওপর নির্ভর করবে।

কাবুলে আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুঃখ প্রকাশ করেন যে, তালেবানরা সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি রক্ষা করছে না।

তিনি বলেন, “রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে। কিন্তু নিরাপত্তা, বিশেষত সন্ত্রাসবিরোধী সহযোগিতায় অগ্রগতি খুব ধীর।”

দার সাম্প্রতিক সময়ে আফগান মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে টিটিপি ও বালুচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে “সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য ব্যবস্থা” নেওয়ার আহ্বান জানান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চলতি বছরের জুলাইয়ে জানায়, আফগানিস্তানে তালেবানদের সহযোগিতায় টিটিপি’র প্রায় ছয় হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে। উন্নত অস্ত্র, আইএস-কে, আল-কায়েদা ও বালুচ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে তারা শুধু ২০২৪ সালের শেষার্ধে পাকিস্তানে ৬০০টিরও বেশি হামলা চালিয়েছে, যেখানে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছেন।

মূলত চীনের মধ্যস্থতায় এ বছর কাবুল ও ইসলামাবাদের সম্পর্কে কিছুটা অগ্রগতি হলেও পরিস্থিতি এখনো অসম। পাকিস্তান আবারও রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক চালু করেছে। জুলাইয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে বৈঠক করে সন্ত্রাসবিরোধী যৌথ সমন্বয় কমিটি পুনরায় চালুর ঘোষণা দিয়েছিলেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর কর্মকর্তা লিংকন রায় বরখাস্ত Aug 21, 2025
img
রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন Aug 21, 2025
img
মেলবোর্ন স্টারসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ Aug 21, 2025
img
অবশেষে ফিরছে কোক স্টুডিও বাংলা Aug 21, 2025
img
এবার বিয়ে করলেন ক্রিকেটার তানজিদ তামিম Aug 21, 2025
img
অঙ্কন প্রথম বল থেকেই ছক্কা হাঁকাতে পারে, সাকিব কিংবদন্তি : অ্যালেক্স রস Aug 21, 2025
img
আনুষ্ঠানিক মঞ্চে বিনয়ের দৃষ্টান্ত স্থাপন করলেন শাহরুখপুত্র আরিয়ান Aug 21, 2025
img
‘ফাইল আটকে রাখব’, কমিশন নিয়ে উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস Aug 21, 2025
img
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ : যা বলছে পুলিশ Aug 21, 2025
img
টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগ Aug 21, 2025
img
মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম Aug 21, 2025
img
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান : ২৬ মামলায় চার্জশিট দাখিল Aug 21, 2025
img
বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক Aug 21, 2025
img
ক্রিকেটারদের জন্য নতুন চ্যালেঞ্জ, এবার নেওয়া হবে ‘ব্রঙ্কো’ টেস্ট! Aug 21, 2025
img
জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছেন শেখ হাসিনা: রিজভী Aug 21, 2025
img
বান্দরবানে পাহাড় ধসের শঙ্কা, ৭২ ঘণ্টা সতর্কবার্তা জারি Aug 21, 2025
img
রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান Aug 21, 2025
img
আমার হাসিতে মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো : রাজ রীপা Aug 21, 2025
img
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানালেন শাকিব Aug 21, 2025
img
২০০ মিলিয়ন খরচ করে যে দুই তারকাকে ভেড়াতে প্রস্তুত বার্সেলোনা Aug 21, 2025