নেতানিয়াহুর দেশকে নিষিদ্ধের দাবি ইতালির কোচদের সংগঠনের

ইতালিয়ান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন (এআইএসি) গাজায় যুদ্ধ চাপিয়ে দেয়ায় ইসরাইলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছে।

আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে ইসরাইলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এআইএসি জানিয়েছে, 'ইসরাইলকে থামতে হবে। ফুটবলকেও পদক্ষেপ নিতে হবে।'

এআইএসি ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে, যা ইউরোপীয় ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং ফিফাতে পাঠানো হবে, যেখানে ইসরাইলকে সাময়িকভাবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।

চিঠির উপসংহারে বলা হয়েছে, 'এআইএসি পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে মনে করে যে প্রতিদিনের হত্যাযজ্ঞ, যেখানে শত শত ম্যানেজার, কোচ ও অ্যাথলেটও নিহত হচ্ছেন, সেই প্রেক্ষাপটে ইসরাইলকে ক্রীড়া প্রতিযোগিতা থেকে সাময়িকভাবে বহিষ্কারের প্রস্তাব উয়েফা এবং ফিফাতে উপস্থাপন করা বৈধ, প্রয়োজনীয় এবং আসলেই কর্তব্য।'

'কারণ অতীতের বেদনা কারও বিবেক ও মানবতাকে আচ্ছন্ন করতে পারে না।'–এই চিঠিতে আরও বলা হয়েছে।

ইতালি ৮ সেপ্টেম্বর নিরপেক্ষ ভেন্যু হাঙ্গেরির ডেব্রেসেনে ইসরায়েলের বিপক্ষে খেলবে, এরপর ১৪ অক্টোবর উদিনেতে ফিরতি ম্যাচ আয়োজন করবে।

এআইএসি'র সহসভাপতি জিয়ানকার্লো কামোলেসে বলেন, 'আমরা চাইলে শুধু খেলার দিকে মনোযোগ দিতে পারতাম, অন্যদিকে তাকাতে পারতাম। কিন্তু আমরা মনে করি সেটা সঠিক নয়।'

গত অক্টোবরেও উদিনেতে ইতালি নেশন্স লিগের খেলায় ইসরাইলের বিপক্ষে খেলেছিল। তখন ম্যাচের আগে ও চলাকালে বিক্ষোভ হয়েছিল এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, এমনকি স্টেডিয়ামের ছাদে স্নাইপারও মোতায়েন ছিল।

তারপর থেকে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ২২ মাসব্যাপী যুদ্ধে চলতি মাসের শুরুর দিকের হিসাবে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে।

এআইএসি'র আরেক সহসভাপতি ফ্রান্সেসকো পেরোন্ডি বলেন, 'বিশ্ব আগুনে জ্বলছে। ফিলিস্তিনিদের মতো অনেক মানুষ কষ্ট পাচ্ছে। উদাসীন থাকা একেবারেই অগ্রহণযোগ্য।'

সম্প্রতি জার্মান ট্যাবলয়েড বিল্ড জানিয়েছে, বুন্দেসলিগা-২ ক্লাব ফর্চুনা ডুসেলডর্ফ সমর্থকদের ক্ষোভের কারণে ইসরাইলি স্ট্রাইকার শন ওয়েইসম্যানকে চুক্তিবদ্ধ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। কারণ ওই ফুটবলার গাজা যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট করেছিলেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
প্রথম কাজেই প্রশাসনকে খোঁচা? আরিয়ানের সংলাপে উঠে এলো মাদককাণ্ড Aug 21, 2025
img
শাহরুখপুত্রের ওয়েব সিরিজে সালমান, রণবীর সিং ও করণ জোহর Aug 21, 2025
img
ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়া ইরানের Aug 21, 2025
img
নিরাপত্তা নিশ্চিত না হওয়া অব্দি ভিসা ইস্যু করবে না যুক্তরাষ্ট্র Aug 21, 2025
img
এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের অধ্যাদেশ অনুমোদন Aug 21, 2025
img
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ Aug 21, 2025
img
আপনি সুন্দর স্বপ্নের প্রতিচ্ছবি: শাকিব খান Aug 21, 2025
img
সাইদী ভালো মানুষ ছিলেন: সুখরঞ্জন বালি Aug 21, 2025
img
বিচার ও সংস্কার এড়িয়ে নির্বাচন দিলে কাঙ্ক্ষিত গণতন্ত্র আসবে না: আখতার Aug 21, 2025
img
বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে : প্রেস সচিব Aug 21, 2025
img
তত্ত্বাবধায়ক নিয়ে রিভিউ আবেদনের ওপর শুনানি ২৬ আগস্ট Aug 21, 2025
img
উমামার নেতৃত্বে ডাকসু নির্বাচনে ‌‌স্বতন্ত্র প্যানেল ঘোষণা Aug 21, 2025
img
গুলিবর্ষণের ঘটনায় মুখ খুললেন এলভিশ যাদবের পরিবার Aug 21, 2025
img
ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবার ‘সঠিক পথে’ ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ : নিকি হ্যালি Aug 21, 2025
img
জুলাই শহীদ ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ Aug 21, 2025
img
বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর Aug 21, 2025
img
ত্রয়োদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে ইসির বৈঠক Aug 21, 2025
img
রোহিঙ্গা বিষয়ে সম্মেলনে অংশ নিতে কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা Aug 21, 2025
img
যদি উদ্দেশ্য হয় সস্তা নেগেটিভ মার্কেটিং তবে বলার কিছু নেই : পারশা Aug 21, 2025
img
অনুভূতি শূন্য হওয়ায় ১৫ আগস্টে শোক জানিয়েছেন কবি ও অভিনয় শিল্পীরা: রিজভী Aug 21, 2025