বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান প্রথমবার আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে উপস্থিত হয়েই দেখালেন বিনয় আর সৌজন্যের দৃষ্টান্ত। বুধবার (২০ আগস্ট) মুম্বাইয়ে অনুষ্ঠিত হলো তার পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’- এর প্রচার ঝলক উন্মোচন অনুষ্ঠান। আর সেই মঞ্চেই সাংবাদিক-অতিথিদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিলেন শাহরুখপুত্র।
আরিয়ান স্বীকার করেন, প্রথমবার মঞ্চে কথা বলার কারণে তিনি ভীষণ নার্ভাস। মাইক্রোফোন হাতে নিয়ে অকপটে বললেন- ‘আমি বক্তৃতার জন্য লাগাতার প্র্যাকটিস করেছি। টেলিপ্রম্পটারে সব লিখিয়ে রেখেছি। তবুও যদি কোনও ভুল হয়, আমাকে ক্ষমা করবেন। বাবাও তো আছেন সামলানোর জন্য।’
তার এই বিনয়ী স্বীকারোক্তি মুহূর্তেই জয় করে নেয় উপস্থিত সবার মন। মঞ্চের একপাশে অস্ত্রোপচার করা হাত নিয়ে দাঁড়িয়ে ছিলেন শাহরুখ খান। ছেলে আরিয়ানের কথায় হাসিমুখে সাড়া দেন কিং খানও।
প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিয়ানের মা গৌরী খানও। পরে পরিবারসহ একফ্রেমে ধরা দেন শাহরুখপুত্র। অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে অসংখ্য ছবি ও ভিডিও।
আরিয়ান জানান, গত চার বছর ধরে সিরিজটি নিয়ে কঠোর পরিশ্রম করেছেন তিনি। ‘ব্যাডস অফ বলিউড’- এ কৌতুকরসের মোড়কে দেখানো হয়েছে বলিউডের অজানা গল্প, তারকাদের স্টারডম, পাপারাজ্জি সংস্কৃতি, বক্স অফিসের প্রতিযোগিতা থেকে শুরু করে টিকে থাকার লড়াইয়ের বাস্তবতা।
মুক্তির আগেই প্রচার ঝলক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সিরিজটি। ভক্তদের প্রত্যাশা, প্রথম কাজ দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করবেন শাহরুখপুত্র আরিয়ান খান।
কেএন/এসএন