ট্রাম্পের শুল্ক চাপের মধ্যেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়ানোর বার্তা দিল ভারত

রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। তিনদিনের মস্কো সফরের প্রথম দিনেই জয়শঙ্কর বলেছেন, রাশিয়ার সংস্থাগুলো ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে যাতে বাণিজ্য করতে পারে, তার পরিবেশ রয়েছে ভারতে।

রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা বন্ধ না করার কারণে ভারতের ওপর যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক চাপিয়ে দেওয়ার মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মস্কোর সঙ্গে দিল্লির বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানালেন।

আবার দুদিন আগেই চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও একাধিক ইতিবাচক বৈঠক করেছেন ভারতের শীর্ষ নেতৃত্ব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেওয়ার প্রেক্ষিতে রাশিয়ার প্রতি ভারতের এই অবস্থান এবং চীনের সঙ্গে সখ্যতা বৃদ্ধিকে আমেরিকার হুমকি উপেক্ষা করার মনোভাব হিসাবেই দেখছে ভারতীয় গণমাধ্যমের একাংশ।
• চার বছরে ভারত-রাশিয়ার বাণিজ্য পাঁচগুণ বৃদ্ধি

আইআরআইজিসি-টেক নামে ভারত ও রাশিয়ার দুই দেশের সরকারি পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক একটি সংগঠনের বৈঠকে এস জয়শঙ্করের ভাষণ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকে জয়শঙ্কর বলেন, গত চার বছরে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। যে বাণিজ্যের পরিমাণ ২০২১ সালে ছিল ১৩০০ কোটি মার্কিন ডলার, তা ২০২৪-২৫ সালে বেড়ে হয়েছে ৬ হাজার ৮০০ কোটি ডলার।

‌‌‘‘তবে এই বৃদ্ধির সঙ্গেই বড়সড় বাণিজ্য ঘাটতিও রয়েছে; যা ছিল ৬৬০ কোটি মার্কিন ডলার, তা বেড়ে হয়েছে ৫৮৯০ কোটি ডলার, প্রায় নয় গুণ। এই পরিস্থিতির দিকে আমাদের দ্রুত নজর দেওয়া দরকার,’’ বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

জয়শঙ্কর বলেন, একটি জটিল ভূরাজনৈতিক পরিবেশের প্রেক্ষাপটে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এই পরিস্থিতিতেও দুই দেশের শীর্ষ নেতারা ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছেন এবং ভারত ও রাশিয়ার মধ্যে যে বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারীত্ব রয়েছে, তা এগিয়ে নিয়ে যেতে দুই শীর্ষ নেতাই বদ্ধপরিকর।

অন্যদিকে, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মন্তুরোভের বরাত দিয়ে দিল্লিতে দেশটির দূতাবাসের পক্ষ থেকে এক্সে লেখা হয়েছে, গত পাঁচ বছরে ভারত-রাশিয়ার বাণিজ্য সাতশো শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মন্তুরোভ বলেছেন, রাশিয়ার বাণিজ্য-অংশীদারদের মধ্যে ভারত এখন শীর্ষ তিনটি দেশের মধ্যে উঠে এসেছে।

• ভারতের সঙ্গে বাণিজ্যের সুবিধা

এস জয়শঙ্কর ভারত-রাশিয়া বিজনেস ফোরামের সম্মেলনেও যোগ দেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেখানে তুলে ধরেন, রাশিয়ার সংস্থাগুলোর ব্যবসা-বাণিজ্য করার অনুকূল কী কী পরিবেশ তার দেশে রয়েছে। মেক ইন ইন্ডিয়ার মতো কর্মসূচি বিদেশিদের ব্যবসা করার জন্য নতুন পরিবেশ তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেছেন।

তার কথায়, চার লাখ কোটি মার্কিন ডলারের বেশি জিডিপি নিয়ে ভারতের প্রবৃদ্ধির হার সাত শতাংশ। অদূর ভবিষ্যতে নির্ভরযোগ্য উৎস থেকে বড় বিনিয়োগের প্রয়োজন স্বাভাবিকভাবেই আসবে। সার, রাসায়নিক, যন্ত্রের মতো অত্যাবশ্যক পণ্যের সরবরাহ নিশ্চিত করা যেতে পারে। নিজেদের দেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইতোমধ্যে যেসব সংস্থা প্রতিষ্ঠিত, তাদের জন্য দ্রুত গড়ে ওঠা পরিকাঠামো তৈরি রয়েছে।

তিনি বলেছেন, ভারতের আধুনিকীকরণ ও নগরায়নের ফলে জীবনযাত্রা ও ভোগের ধরণ বদলিয়েছে, তাই চাহিদা এমনিতেই রয়েছে। একারণেই রাশিয়ার সংস্থাগুলোর কাছে আহ্বান যে, তারা যেন ভারতীয় সংস্থাগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত হয়।

• ট্রাম্পের হুমকি ও রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান

ভারত এমন একটা সময়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানালো বা রাশিয়ার সংস্থাগুলোকে ভারতের সঙ্গে নিবিড় সংযোগ বৃদ্ধির কথা বলল, যখন ওই রাশিয়া থেকে খনিজ তেল কেনার কারণেই ট্রাম্প প্রশাসনের রোশানলে পড়তে হয়েছে দিল্লিকে।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট একটি সাক্ষাৎকারে বলেছিলেন, রাশিয়ার তেল কেনার জন্য আমরা ভারতের ওপরে শুল্ক চাপিয়েছি। যদি পুতিনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হয়, তাহলে যে শুল্ক বাড়ানো হবে তা স্পষ্ট। এই নিষেধাজ্ঞায় আমাদের সঙ্গে ইউরোপীয়দেরও যোগ দেওয়া উচিত।

ওই বক্তব্য ভারতের প্রতি স্পষ্টই হুমকি, তেমনটাই মনে করছেন ভারতের বিশ্লেষকদের অনেকে। অনন্তা সেন্টার বিদেশ নীতি সংক্রান্ত থিংক ট্যাংক। সংস্থাটির প্রধান কার্যনির্বাহী ইন্দ্রাণী বাগচি বেসেন্টের সাক্ষাৎকারের ভিডিওর একটি অংশ তার এক্স হ্যান্ডেলে রিপোস্ট করেছেন।

সেখানে বাগচি লিখেছেন, এটা বিপজ্জনক। পশ্চিমারা মনে করে রাশিয়ার কাছে ভারতের একটা বিশেষ স্থান আছে, তাই পুতিনকে রাজি করাতে ভারতকে সাজা দাও। পুতিন নিজের স্বার্থ থেকে সরে আসেন না আর ভারতের ক্ষতি হল কী না, তা নিয়ে তার কিছু যায় আসে না। এই পরিস্থিতিতে ভারত যেন ‘পাঞ্চিং ব্যাগ’ হয়ে উঠবে, আর এমন কিছু সিদ্ধান্তের দ্বারা তারা প্রভাবিত হবে, যেসব নেওয়ার ব্যাপারে তাদের কোনও হাত থাকবে না।

ইন্দ্রাণী বাগচির ওই পোস্ট আবার রিপোস্ট করেছেন ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো তনভি মাদান। তিনি লিখেছেন, যদি ট্রাম্প ভারতকে সমস্যায় ফেলতে চান তাহলে পুতিনেরই সুবিধা হবে। ভারত আর
আমেরিকার সম্পর্ক খারাপ হবে আর রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক আরও মজবুত করার দাবি উঠবে ভারতে অভ্যন্তরে। এই অবস্থায় চিনের সঙ্গে সমঝোতা করার জন্য প্রস্তুতি নিতে থাকবে ভারত।

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের রাশিয়া ও মধ্য-এশিয়া অধ্যয়ন কেন্দ্রের সহযোগী অধ্যাপক ড. রজন কুমার মনে করেন, বিদেশ নীতির ক্ষেত্রে ভারত এখন একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

তার কথায়, ভারতের ওপর যে কোনও একটি গোষ্ঠী বেছে নেওয়ার জন্য চাপ বাড়ছে, যেটা কোনও অর্থেই ভারতের স্বার্থের অনুকূলে নয়। আমেরিকার কারণে ভারত রাশিয়াকে ছাড়তে পারবে, আবার শুধুই রাশিয়ার দিকে ঝুঁকেও থাকতে পারবে না।

প্রধানমন্ত্রী মোদির এসসিও সম্মেলনে যোগ দিতে চীন সফরের ঘোষণার মাধ্যমেই বোঝা যায় আমেরিকার নেতৃত্ব নেই, এমন গোষ্ঠীতে বেশি সক্রিয় হতে চাইছে ভারত। এরকম একটা ভূ-রাজনৈতিক আবহাওয়ার মধ্যে দিয়ে যে যেতে হচ্ছে ভারতকে, সে কথা মস্কো সফরে স্বীকারও করে নিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বিবিসি বাংলা।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আগারকারের আরও এক বছর মেয়াদ বাড়াল বিসিসিআই Aug 22, 2025
img
বাজারে সবজির চড়া মূল্য, ৮০ টাকার নিচে নামছে না Aug 22, 2025
img
সাইফ-কারিনার ছেলের নাম নিয়ে বিতর্কে জড়ালেন বিবেক অগ্নিহোত্রী Aug 22, 2025
img
এসি মিলানে খেললেও রিয়ালের প্রতি অটুট ভালোবাসা মদ্রিচের Aug 22, 2025
img
প্রিয়াঙ্কার চরিত্র থেকেই পছন্দ করে নাম নিয়েছিলেন কিয়ারা Aug 22, 2025
img
যে ভাবে স্বাধীন রাজ্য থেকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল সিকিম Aug 22, 2025
img
রানওয়ের কাছে ফ্ল্যাট কিনে বিপাকে জনপ্রিয় তারকারা Aug 22, 2025
img
ছেলের বিশেষ দিনে কত দামী ঘড়ি পড়লেন শাহরুখ! Aug 22, 2025
img
পূজা নাকি শ্রুতি—কে থাকছেন দুলকারের বিপরীতে Aug 22, 2025
img
জাপানে চালের দাম বেড়েছে ১০০ শতাংশেরও বেশি Aug 22, 2025
img
উদ্বোধনের এক দিন পরই ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি Aug 22, 2025
img
এশিয়া কাপের জন্য বিশেষ প্রস্তুতি, বিদেশে ক্যাম্প নেবে ভারত Aug 22, 2025
img
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত Aug 22, 2025
img
ভারতকে “ট্যারিফের মহারাজা” আখ্যা দিলো ট্রাম্পের উপদেষ্টা Aug 22, 2025
img
এএসপির বাসায় চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার Aug 22, 2025
img
অনিয়ম ও খেলাপি ঋণে ধুঁকছে ৯ প্রতিষ্ঠান Aug 22, 2025
img
সেতুর কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল Aug 22, 2025
Shahrukh gets emotional at the unveiling of his son's teaser Aug 22, 2025
Kiara's surprising decision to name her daughter with her own name! Aug 22, 2025
img
সাবেক এমপি মোহাম্মদ আলী ও পরিবারের সম্পদ ক্রোক, হিসাব ফ্রিজ Aug 22, 2025