সোশাল মিডিয়ায় তিনি বেশ অ্যাক্টিভ। নিজের জীবনের নানা মুহূর্ত নিজের অনুরাগীদের সঙ্গে সোশাল মিডিয়ায় ভাগ করে নেন প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা। মাঝেমধ্যে ট্রোলের শিকারও হন তিনি। তুবে নিন্দুকের মুখে চাহি দিয়ে সেসব খুব একটা গায়ে মাখেন না। তবে এবার ট্রোলের শিকার হতেই সোশাল মিডিয়ার পাতায় সপাটে জবাব দিলেন অভিনেত্রী।
সম্প্রতি ট্রাভেল করার সময় নিজের ইনস্টাগ্রামে নিজের এয়ারপোর্ট লুক শেয়ার করে নিয়েছিলেন বছর ৬৫’র অভিনেত্রী। সেখানে তাঁকে দেখা যাচ্ছিল নীল রঙের একটি শর্ট ড্রেসে। শুধু তাই নয় কোথাও ট্রাভেল করার সময় তিনি কী খাবার সঙ্গে রাখেন তাও ভাগ করে নিয়েছেন নীনা। সেখানে দেখা যাচ্ছে বাড়িতে তৈরি করা রুটি খেতে। শুধু তাই নয় তিনি নিজেও ভক্তদের জানান যে বাড়িতে তৈরি করা খাবার তিনি সবসময় সঙ্গে রাখেন ট্রাভেল করার সময়। এই অবধি ঠিক ছিল। কিন্তু নীনার পোশাক দেখে হঠাৎই এক নেটিজেন কুমন্তব্য করে বসেন। আর তাকেই সপাটে জবাব দেন নীনা। কী লেখেন অভিনেত্রী?
এক মহিলা নেটাগরিক নীনার পোস্টে এসে হঠাৎই বলেন, ‘সবই ভালো কিন্তু আপনি দয়া করে এরকম পোশাক পরে ছবি পোস্ট করবেন না। আমরা এসব দেখতে অভ্যস্ত নই। আমাদের মা-ঠাকুমারা কখনও এমন পোশাক পরেননি। আপনার পা দেখতেও খুব ভালো নয়। তাই এসব ছবি পোস্ট করবেন না। বয়সের সঙ্গে তাল মিলিয়ে চলুন। মার্জিত হন।’
জনৈক মহিলা নেটাগরিকের মন্তব্যের সপাটে জবাব দেন নীনার এক অনুরাগী। তিনি লেখেন, ‘একজন মহিলার থেকে আর এক মহিলা সম্পর্কে এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক।’ চুপ থাকেননি নীনা নিজেও। প্রবীন অভিনেত্রী লেখেন, ‘যারা এমন মন্তব্য করে তাঁরা নিজেরা হিংসায় জ্বলে যায়। আসলে তাঁরা ইচ্ছা থাকলেও এমন পোশাক পড়ার সুযোগ কখনও পায়নি। তাই হিংসা করেই এমন করে। তাই তাঁদের এত পাত্তা দেওয়ার দরকার নেই।’
পিএ/এসএন