জালিয়াতি মামলায় বিশাল জরিমানার হাত থেকে রক্ষা পেলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের আপিল আদালত বৃহস্পতিবার প্রায় ৫০০ মিলিয়ন ডলারের জরিমানা বাতিল করে দেন। তবে আদালত ট্রাম্পের বিরুদ্ধে আগের দেয়া দণ্ড বহাল রেখেছেন।
দীর্ঘ তিন বছর ধরে চলা এই মামলায় অভিযোগ করা হয়, ট্রাম্প ও তার পরিবার বেআইনিভাবে সম্পদের মূল্য বাড়িয়ে দেখিয়েছেন। ২০২২ সালে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ট্রাম্প, তার সন্তান এবং ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেন। অভিযোগ ছিল, সম্পত্তির মান জাল করে ব্যাংক ঋণ ও বীমার সুবিধা নেওয়া হয়েছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিচারক আর্থার এনগোরন ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে ৩৫৪ মিলিয়ন ডলার জরিমানা ও তিন বছরের জন্য ব্যবসা পরিচালনায় নিষেধাজ্ঞা দেন। সময়ের সঙ্গে সেই জরিমানা বেড়ে দাঁড়ায় প্রায় ৫০০ মিলিয়ন ডলারে। তবে আপিল আদালত জরিমানাকে অতিরিক্ত আখ্যা দিয়ে তা বাতিল করলেও শাস্তি বহাল রাখে।
রায় নিয়ে প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন। অন্যদিকে ট্রাম্প একে ভুয়া মামলার বিরুদ্ধে বড় জয় হিসেবে আখ্যা দেন। ছেলে ডন জুনিয়র বলেন, ২০২৪ সালের নির্বাচনকে প্রভাবিত করার জন্যই ট্রাম্পের বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল, যা আদালতও প্রমাণ করেছে।