জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকায় নোয়াখালী-৬ আসনের সাবেক এমপি মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদৌস, ছেলে আশিক আলী, মাহতাব আলী ও মেয়ে সুমাইয়া আলী ঈশিতার নামে থাকা বিপুল জমি, নৌযান ও গাড়ি ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ আগস্ট ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো জাকির হোসেন গালিবের আদালত এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আদেশ দেন। ওইদিন দুদকের পক্ষে সংস্থাটির মো. সিফাত উদ্দিন অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যদের এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন।
ক্রোক আদেশ হওয়া স্থাবর সম্পদের মধ্যে রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় ছয়তলা একটি বাড়ি রয়েছে। এর বাইরে ৫১ দলিল মূলে নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিপুল জমি রয়েছে। এছাড়া ওই পরিবারের ৩টি নৌযান ও ৪টি গাড়ি ক্রোক করা হয়েছে। একাধিক ব্যাংকের মোট ৩১টি হিসাব ফ্রিজ করা হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, মোহাম্মদ আলী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের অপরাধলব্ধ স্থাবর-অস্থাবর সম্পদসমূহ অন্যত্র বিক্রয়/হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন বলে বিশ্বস্তসূত্রে জানা যায়। অপরাধলব্ধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পদ/সম্পত্তির বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে তা বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ১৭ ধারা মতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না বিধায় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। তাই এসব স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তনান্তর, বিক্রয় বা মালিকানা বদল রোধের জন্য অবরুদ্ধ / ক্রোক করা প্রয়োজন।