১৩ বছর রিয়াল মাদ্রিদে খেলার পর এসি মিলানে পাড়ি জমালেও প্রাক্তন ক্রোয়াট তারকা লুকা মদ্রিচের হৃদয়ে এখনও সাদা জার্সির দলটি বিশেষ জায়গা দখল করে আছে। এক সাক্ষাৎকারে তিনি জানান, রিয়ালকে তিনি সবসময় নিজের বাড়ি হিসেবেই দেখবেন।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদে থাকাকালীন সময়েই ক্লাব ছাড়ার ঘোষণা দেন মদ্রিচ। এরপর ক্লাব বিশ্বকাপে যখন রিয়ালের বিদায় হয়, এরপর ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দেন ৩৯ বছর বয়সি এই মিডফিল্ডার। এরই মধ্যে লিগ কাপ ম্যাচে মিলানের হয়ে অভিষেকও হয়েছে মদ্রিচের। এরপর এক সাক্ষাৎকারে তিনি জানান রিয়ালের প্রতি নিজের ভালোবাসার কথা।
ডিএজেডএনকে দেয়া সাক্ষাৎকারে মদ্রিচ বলেন, 'যার শুরু আছে, তার শেষও আছে, আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। রিয়াল মাদ্রিদে আমার অভিযান শেষ হয়েছে, তবে আমার কাছে রিয়াল মাদ্রিদ নিজের বাড়ির মতো। এটা সবসময়ই আমার ঠিকানা থাকবে। আজীবন কৃতজ্ঞ থাকব।'
৩৯ বছর বয়সে অনেক ফুটবলারই বুটজোড়া তুলে রাখেন। তবে ফুটবলের প্রতি ভালোবাসার কারণেই এখনও খেলে যাচ্ছেন বলে জানান সাবেক এই রিয়াল তারকা।
মদ্রিচ বলেন, 'খেলার প্রতি ভালোবাসার কারণেই আমি উঁচু পর্যায়ে, প্রতিযোগিতামূলক পর্যায়ে খেলতে চাই। এখনও যেটা আমি করছি, সেটার প্রতি ভালোবাসা ও অনুপ্রেরণা এখনও আমার আছে।'
ইএ/এসএন