অজিত আগারকারের হাতে আরও এক বছর নির্বাচকপ্রধানের দায়িত্ব তুলে দিল বিসিসিআই। তবে তার প্যানেলের অন্য চার নির্বাচকের ভবিষ্যৎ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে বোর্ড।
বিসিসিআই কয়েক মাস আগেই আগরকারকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব তিনি গ্রহণও করেছেন। ২০২৬ সালের জুন পর্যন্ত আগরকারই নির্বাচক প্রধান থাকবেন। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আগরকারকে নতুন করে চুক্তিবদ্ধ করলেও তার প্যানেলের বাকি সদস্যদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়ছে।
আগরকারের সঙ্গে বর্তমান প্যানেলে রয়েছেন শিবশংকর দাস, সুব্রত মুখোপাধ্যায়, অজয় রাত্রা এবং এস শরদ। আগরকর ছাড়া বাকি চারজনের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআইয়ের বার্ষিক সভায় আলোচনা হবে। শোনা যাচ্ছে, সাউথ জোনের নির্বাচক শরদকে ছেঁটে ফেলা হবে। তার বদলে নতুন করে নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি দেবে বিসিসিআই। বাকি তিনজনের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা হবে।
এছাড়া, ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমান গিল, সূর্যকুমার যাদবদের হাত ধরে নতুন প্রজন্মের সূচনা হতে চলেছে। তাই নির্বাচকপ্রধান পদেও ধারাবাহিকতাকে গুরুত্ব দেয়া হচ্ছে।
এদিকে আগরকার হাই প্রোফাইল নাম। দেশের জার্সি গায়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ৩৪৯টি আন্তর্জাতিক উইকেট। শুধু বল হাতেই নয়, ব্যাটসম্যান হিসেবেও পেয়েছেন সাফল্য। সব ফরম্যাট মিলে করেছেন ১৮৫৫ রান।
ইএ/এসএন