পিনাকীর ইসলাম প্রীতি ও ভারত বিরোধী রহস্যের কী ব্যাখ্যা দিলেন রাশেদ

অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করলেও কেন আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি পিনাকীকে উদ্দেশ্য করে বলেন, এই দেশের মানুষকে সহজে ধর্মের বয়ান শুনিয়ে বিভ্রান্ত করা যায়। আর সেই পথের একজন সফল ব্যক্তি আপনি।

শুক্রবার (২২ আগস্ট) নিজের ফেসবুক পেজে দলের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে পিনাকীর দেওয়া এক বক্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশেদ লিখেছেন, আজকাল ফটোকার্ড ও গণমাধ্যমের শিরোনাম এমন হচ্ছে যে, পুরো বক্তব্যের প্রতিনিধিত্ব করে না। এতে পাঠক বিভ্রান্ত হয় এবং রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েল করার সুযোগ পায়। ঠিক গ্লোবাল টেলিভিশনে নুরুল হক নুরের টকশোর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কয়েকটি গণমাধ্যমের হেডলাইন এমন যে, মনে হচ্ছে নুরুল হক নুর আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পক্ষে মতামত দিচ্ছে। অথচ পুরো বক্তব্য শুনলে বোঝা যাবে, নুরুল হক নুর আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য দাদাও দেখলাম নুরুল হক নুরকে নিয়ে কালের কণ্ঠের করা একটি সংবাদ প্রচার করেছেন। কমেন্ট আবার প্রথম আলোর আরেকটা নিউজ এড(যুক্ত) করে দিয়েছেন। অথচ তারা প্রথম আলোর বিপক্ষের মানুষ। কিন্তু নুরুল হক নুরকে ঘায়েল করতে প্রথম আলোর করা নিউজ লিংক শেয়ার করলেন। আবার বসুন্ধরার বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার। আবার নুরুল হক নুরকে ঘায়েল করতে বসুন্ধরার মালিকানাধীন কালের কণ্ঠের সংবাদ প্রচার করলেন। পিনাকী ভট্টাচার্য দাদা প্রমাণ করে দিলেন কাটা দিয়ে কাটা তুলতে হয় (শত্রুকে শত্রু দিয়ে ঘায়েল করতে হয়)।

নুরকে নিয়ে পিনাকীর বিভিন্ন ভিডিও তৈরি প্রসঙ্গে টেনে রাশেদ খান বলেন, পিনাকী ভট্টাচার্য দাদার বিরুদ্ধে আমার কখনোই বক্তব্য দেওয়ার ইচ্ছে নেই, ছিলও না। কিন্তু তিনি যখন আমাদের ঘায়েল করতে আসেন, তখন আমাদের জবাব দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। দেখেন তিনি নুরুল হক নুর বা গণঅধিকার পরিষদকে নিয়ে কয়েকটা ভিডিও করেছিলেন। আমি লাইন ধরে ধরে দেখিয়ে দিয়েছিলাম যে, তিনি কীভাবে সত্যের সঙ্গে মিথ্যা বা মিথ্যার সঙ্গে সত্যের আশ্রয় নিয়েছিলেন। এরপরে তিনিও আর কিছু বলেন নি, আমিও তাকে নিয়ে আর কোনো মন্তব্য করিনি।

তিনি আরও বলেন, পিনাকী ভট্টাচার্য দাদা একজন জ্ঞানী মানুষ, তার প্রতি আমার অনুরোধ থাকবে, হেডলাইন বা ফটোকার্ড দেখেই সিদ্ধান্ত নেবেন না। পুরো সংবাদ বা বক্তব্য পড়ে মন্তব্য করবেন। আপনি বিদেশ থেকে লড়াই করেছেন। মনে রাখবেন নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানে অ্যারেস্ট হয় এবং ১০ দিন রিমান্ডের পর কোর্টে তুললে ২ আগস্ট ঘোষণা দেয় ৯০ শতাংশ সরকারের পতন হয়ে গেছে, ১০ শতাংশ ধাক্কা দেন। দাদা, আপনার মনে রাখা উচিত, সরকার পতন না হলে নুরুল হক নুরের কিন্তু ফাঁসি হতো।

পিনাকীর ভারত বিরোধিতার প্রসঙ্গ টেনে রাশেদ বলেন, আপনি সারাক্ষণ ভারত বিরোধিতা করেও কিন্তু ঠিকই ভারত হয়ে ফ্রান্সে যেতে পেরেছেন। আমরা কিন্তু পরিস্থিতি খারাপ হলে কখনো ভারতে ঢুকতে পারব না, ঢোকার মানসিকতাও নাই। যে আপনি ভারত বিরোধিতা করেও ভারতে নিরাপদ আশ্রয় পান, সেই আপনাকে নিয়ে কিন্তু বহু রহস্য থেকে যায়। আবার যে আপনি অনেক ইসলামিক মূল্যবোধের বক্তব্য প্রচার করেন, সেই আপনি কেন আজও ইসলাম ধর্ম গ্রহণ করেননি? এই দেশের মানুষকে সহজে ধর্মের বয়ান শুনিয়ে বিভ্রান্ত করা যায়। আর সেই পথের একজন সফল ব্যক্তি আপনি...।

এফপি/ এস এন 

Share this news on:

সর্বশেষ

img
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা Aug 22, 2025
img
ওয়ানডে অভিষেকেই ধারাবাহিক রেকর্ড প্রোটিয়া ব্যাটসম্যানের Aug 22, 2025
img
কোন বার্তা দিলো 'রক্তবীজ' এর নতুন আইটেম গান? Aug 22, 2025
img
নতুন সিনেমার শুটিংয়ে নামলেন সালমান Aug 22, 2025
img
ভক্তদের কাঁদিয়ে বিদায় নিলেন জনপ্রিয় কমেডিয়ান জসবিন্দর ভাল্লা Aug 22, 2025
img
ভারতে স্বাধীনতা দিবসে লাড্ডু কম পাওয়ায় সরাসরি ফোন মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে Aug 22, 2025
img
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি Aug 22, 2025
img
আইনসিদ্ধ হোক বা না হোক, বিয়ে তো করেছিলাম : নুসরাত Aug 22, 2025
img
ভাত ও ভোটের অধিকার ফিরে পেতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করেছিলাম : নুর Aug 22, 2025
বিদেশি পর্যটকদের জন্য থাইল্যান্ডে অভ্যন্তরীণ ফ্লাইট একদম ফ্রি! Aug 22, 2025
img
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলালের মন্তব্য Aug 22, 2025
img
শেখ হাসিনার নীতি ছিল আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো: অধ্যাপক মুজিবুর রহমান Aug 22, 2025
img
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক ২৫-২৮ আগস্ট Aug 22, 2025
img
ডাকসু নির্বাচন: শনিবার পর্যন্ত আপিলের সুযোগ Aug 22, 2025
img
নির্বাচন পেছাতেই পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক: আলাল Aug 22, 2025
img
১৬ কোটি আয়ের পথে ‘ধূমকেতু’ Aug 22, 2025
img
গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মেসবাহ মারা গেছেন Aug 22, 2025
img
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রানিল বিক্রমসিংহে গ্রেপ্তার Aug 22, 2025
img
দু-সপ্তাহের মধ্যে স্পষ্ট হয়ে যাবে পুতিন-জেলেনস্কির শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা: ট্রাম্প Aug 22, 2025
img
তেলেগু সিনেমার কিংবদন্তি চিরঞ্জীবীর ৭০ বছরে পদার্পণ Aug 22, 2025