মধ্যপ্রদেশের ভিন্দ জেলার এক গ্রামে স্বাধীনতা দিবস উদযাপনের সময় লাড্ডু কম পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করেছিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভিন্দ জেলার এক গ্রামে, যা এখন গ্রাম ছাড়িয়ে সারা ভারতে আলোচনা ও হাস্যরসের জন্ম দিয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ঘটনার সূত্রপাত গ্রাম পঞ্চায়েত ভবনে পতাকা উত্তোলনের পর। অনুষ্ঠান শেষে যখন লাড্ডু বিতরণ করা হচ্ছিল, তখন কমলেশ খুশবাহা নামের ওই ব্যক্তিকে একটি মাত্র লাড্ডু দেওয়া হয়। তিনি আরেকটি লাড্ডু চাইলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়। এতে তিনি এতটাই ক্ষুব্ধ হন যে পঞ্চায়েত ভবনের বাইরে থেকেই মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে কল করে অভিযোগ করেন।
তিনি বলেন, পঞ্চায়েত মিষ্টি বিতরণে ব্যর্থ হয়েছে এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি।
পঞ্চায়েত সচিব রবীন্দ্র শ্রীবাস্তব এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ওই ব্যক্তি দুটি লাড্ডুর জন্য চাপ দিচ্ছিলেন এবং না পেয়ে হেল্পলাইনে অভিযোগ করেছেন। পরবর্তীতে তাকে শান্ত করতে পঞ্চায়েত এক কেজি মিষ্টি কিনে দেয়।
ইএ/এসএন