অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয় বর্তমানে উপস্থাপনায় পুরোপুরি মনোনিবেশ করেছেন। ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের পাশাপাশি তিনি দীর্ঘ অনুষ্ঠান ‘৩০০০ সেকেন্ড’ও সাবলীলভাবে উপস্থাপন করেন। তবে অভিনয় বা নির্মাণের জগতে তাকে এখন কমই দেখা যায়। এবার নিজের চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তাক লাগিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জয়।
শুক্রবার (২২ আগস্ট) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জয় লিখেছেন, “যদি বেঁচে থাকি, এমন একটি সিনেমা বানাবো যা বিশ্বে তোলপাড় লাগিয়ে দেবে। দেশে মুগ্ধতা ছড়িয়ে দেবে, ইনশাআল্লাহ। তখন অভিনেতা এবং উপস্থাপকের পাশাপাশি পরিচালক শাহরিয়ার নাজিম জয়ের নাম সবার আগে উচ্চারিত হবে।”
তিনি আরও লিখেছেন, “অবহেলা কইরেন না, আন্ডার এস্টিমেটও কইরেন না। আমি পারবই, আমাকে পারতে হবেই।”
জয় ১৯৯৭ সালে ‘গোধুলী লগ্নে’ নাটকের মাধ্যমে টেলিভিশন পর্দায় অভিষেক করেন। একই বছর ‘অন্যমনে’ নাটকে তাজিন আহমেদের বিপরীতে অভিনয় করেন। পরবর্তীতে ‘বিলেত বিলাস’ ও ‘কন্যা কুমারী’ নাটকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। অসংখ্য টিভি নাটকে তাকে দেখা গেছে এবং তিনি নাটক রচনার পাশাপাশি পরিচালনার কাজেও যুক্ত ছিলেন। তার নির্মিত প্রথম টিভি নাটক হলো ‘গলির মোড়ে সিডির দোকান’।
২০০৬ সালে ‘জীবনের গল্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে জয়ের। এতে তার বিপরীতে অভিনয় করেন শাবনূর। এই সিনেমার পরিচালক ছিলেন গাজী মাজহারুল আনোয়ার। এরপর কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন জয়। ২০১৫ সালে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার, ‘প্রার্থনা’ শিরোনামের সিনেমা প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম।
এসএস/টিকে