রাভীনা ট্যান্ডন ও অনিল থাডানির কন্যা রাশা থাডানি এবার তেলেগু চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন। তিনি জয়া কৃষ্ণ ঘট্টামানেনির বিপরীতে প্রধান নায়িকা চরিত্রে হাজির হবেন। জয়া কৃষ্ণ, সুপারস্টার কৃষ্ণের নাতি এবং অভিনেতা রমেশ বাবুর ছেলে, এই বছর নায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন।
এই বড় বাজেটের চলচ্চিত্র পরিচালনা করছেন প্রতিভাবান অজয় ভূপতিহঁ। যৌথভাবে প্রযোজনা করছে ভ্যজায়ন্তি মুভিজ ও অনন্দি আর্ট ক্রিয়েশনস। ছবিতে টলিউডের শীর্ষ প্রযুক্তিবিদরাও কাজ করছেন। নতুনদের জন্য এটি একটি শক্তিশালী আত্মপ্রকাশের মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রথমে রাশা থাডানিকে মোক্ষাগ্নার সঙ্গে আত্মপ্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। এবার এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্রের মাধ্যমে তিনি টলিউডে পা রাখছেন। ভক্তরা আনুষ্ঠানিক ঘোষণা ও বিস্তারিত তথ্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এফপি/ টিকে