শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

আজ রোববার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
এর আগে, ২০ আগস্ট ষষ্ঠ দিনের সাক্ষ্য-জেরা শেষ হয়। ওই দিন দু’জন চিকিৎসকসহ চারজন সাক্ষী নিজেদের জবানবন্দি দিয়েছেন। তারা হলেন- ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান, একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন, ইবনে সিনা হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হাসানুল বান্না ও শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের মা সোনিয়া জামাল। ট্রাইব্যুনালে এ মামলায় এখন পর্যন্ত ১৬ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

গত ১৮ আগস্ট পঞ্চম দিনের সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ আস-সাবুরের বাবা মো. এনাব নাজেজ জাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল ও রাজশাহীর প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন। তাদেরকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনও আসামি হিসেবে রয়েছেন। তবে নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন তিনি।

গত ১৭ আগস্ট চারজন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন- সবজি বিক্রেতা আবদুস সামাদ, মিজান মিয়া, শিক্ষার্থী নাঈম শিকদার ও শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম। ৬ আগস্ট প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন রিনা মুর্মু ও সাংবাদিক একেএম মঈনুল হক। ৪ আগস্ট জবানবন্দি দেন পঙ্গু হওয়া শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান ও দিনমজুর চোখ হারানো পারভীন। ৩ আগস্ট মানবতাবিরোধী অপরাধের এ মামলার সূচনা বক্তব্যের পর প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মণ।

এর আগে, ১০ জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এ মামলায় তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার রয়েছে। সাক্ষী হিসেবে রয়েছেন ৮১ জন। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা।

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় ও আরোগ্য কামনা করেন ইসহাক দার : ডা. জাহিদ Aug 24, 2025
img
আশির দশকের রহস্যময় থ্রিলার নিয়ে ফিরছেন সামান্থা Aug 24, 2025
img
ডাবল মার্ডারে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করলেন ‘ছোট সাজ্জাদের’ স্ত্রী তামান্না Aug 24, 2025
img
আরিয়ানের হাতে ১.৪৩ কোটি টাকার ঘড়ি, শাহরুখেরটা কত? Aug 24, 2025
img
যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে প্রায় দেড়শ শতাংশ Aug 24, 2025
img
পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ Aug 24, 2025
img
চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি গুজব : ধর্ম উপদেষ্টা Aug 24, 2025
img
বিএনপি নেতা ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি Aug 24, 2025
img
নিরাপদ সমুদ্র পর্যটনে মন্ত্রণালয়ের সতর্কবার্তা জারি Aug 24, 2025
img
প্রাথমিক স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে ৫ বেসরকারি সংস্থার সঙ্গে ডিএনসিসির চুক্তি Aug 24, 2025
img
এক সপ্তাহে ১৫ কোটি পেরিয়ে ‘ধূমকেতু’ Aug 24, 2025
img
এই সরকার জনগণের সঙ্গে নানাভাবে ধোঁকাবাজি করছে : শরীফুজ্জামান শরীফ Aug 24, 2025
img
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ২ জনের Aug 24, 2025
আজ ভোটকেন্দ্র দখলের টেস্ট ম্যাচ হয়েছে Aug 24, 2025
সিনেমায় নারীদের সম্মান বজায় রাখতে চান সালমান! | সালমান খান Aug 24, 2025
যমুনা অভিমুখে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার,পুলিশি বাঁধা Aug 24, 2025
রাশিয়ার ভিতরে হামলা বন্ধের নির্দেশ দিলো পেন্টাগন Aug 24, 2025
ছাত্রশিবিরের দুই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আনল ছাত্রদল! Aug 24, 2025
সমন্বয়ক মোসাদ্দেকের কাছে ভোট চেয়েছেন ছাত্রদলের আবিদ Aug 24, 2025
ঢাবি ক্যাম্পাসে এক অসাধারণ উদ্যোগ! উমামা ফাতিমার 'আইডিয়া ওয়াল' চমকে দিয়েছে Aug 24, 2025