বেইলি ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারসহ ১১ দফা দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে ছোট ছোট ব্যানার নিয়ে ব্যবসায়ীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভার ব্রিজের ওপরে অবস্থান নিতে শুরু করে। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ব্যবসায়ীদের দাবি, বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার দেড় বছর হয়ে গেল নতুন করে ব্রিজ নির্মাণ করেননি কর্তৃপক্ষ। বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করার পরও সড়ক সংস্কার ও ব্রিজ নির্মাণ না করায় আন্দোলনের নামে তারা।
টঙ্গী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার জানান, রাজধানীর উত্তরা আজমপুরসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা পাইকারি দরে মালামাল কিনে থাকেন টঙ্গী বাজার থেকে। রাস্তা সংস্কার ও ব্রিজ নির্মাণ না হওয়ায় ক্রেতা আসা বন্ধ হয়ে গেছে ঐতিহ্যবাহী টঙ্গীর বাজারে। ফলে ক্রেতা শূন্যতায় ভুগছেন ব্যবসায়ীরা। এমত অবস্থায় আন্দোলনে নামেন তারা।
কেএন/টিকে