নতুন খবর অনুযায়ী, দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক বিশালের ক্যারিয়ারের মাইলফলক ৩৫তম ছবির নাম।
আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ছবির নাম রাখা হয়েছে ‘মাকুটাম’। ছবিটির পরিচালনায় রয়েছেন রবি আরাসু এবং প্রযোজনায় দায়িত্বে আছেন আরবি চৌধুরী, সুপার গুড ফিল্মস ব্যানারের তত্ত্বাবধানে।
ঘোষণার সঙ্গে প্রকাশ করা হয়েছে এক বিশেষ কনসেপ্ট ভিডিও, যা দর্শকদের ভিজ্যুয়াল দিক থেকে মুগ্ধ করেছে। ভিডিওতে সমুদ্রের তলদেশ থেকে একটি বিচ্ছুর উঠে আসা, জাহাজের উপর দিয়ে রোল করা এবং শেষে নায়ক বিশালের শক্তিশালী পেছনের দিকে দাঁড়িয়ে থাকা দৃশ্য দেখানো হয়েছে। এই ভিজ্যুয়ালগুলো নির্দেশ করছে যে, ছবিটি রহস্য, উত্তেজনা ও মহিমায় ভরপুর অ্যাকশন-ড্রামা।
ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে দুশারা বিজয়ানকে, এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঞ্জলি। ছবির সঙ্গীত পরিচালনা করছেন জি.ভি. প্রকাশকুমার, যার মাধ্যমে সিনেমার মহাকাব্যিক পরিবেশ ও উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত করে তোলা হবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশিত কনসেপ্ট ভিডিও ও ছবি থেকে স্পষ্ট যে, ‘মকুটাম’ হবে একটি উচ্চমাত্রার অ্যাকশন ও রহস্য সমৃদ্ধ ছবি। সমুদ্রভিত্তিক গল্প, বিস্তৃত ভিজ্যুয়াল ইফেক্ট ও নায়ক বিশালের উপস্থিতি এটিকে দর্শকদের জন্য অত্যন্ত প্রতীক্ষিত সিনেমার মধ্যে একটিতে পরিণত করেছে।
এমকে/এসএন