কিডনি জটিলতায় ভুগছেন তৌহিদ আফ্রিদি

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসার আক্রান্ত বলে জানিয়েছেন তার আইনজীবী খায়রুল ইসলাম।

সোমবার (২৫ আগস্ট) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এর আগে আদালতকে খায়রুল ইসলাম জানান, মামলার ঘটনার সঙ্গে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই। বাদীর অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশের নির্বিচার গুলিতে ভিকটিম নিহত হন। এখানে আসামির কোনো ভূমিকা নেই। গত বছরের ১১ নভেম্বর এ মামলার বাদী এভিডেভিড দিয়ে বলছে তথ্যগত ভুলের কারণে তার নাম যোগ হয়েছে। তাকে এ মামলায় খালাস দিলে বাদীর কোনো বাধা নেই। এ কারণে তাকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই।

শুনানিতে এই আইনজীবী আরও জানান, আফ্রিদি কিডনি জটিলতায় ভুগছেন, তার চিকিৎসা চলমান। অতিরিক্ত হাঁটাচলায় তার প্রস্রাবে ব্লাড আসে। এ ছাড়া তার ওয়াইফ (স্ত্রী) প্রেগনেন্ট। মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করা হোক।

বাদীর আইনজীবী ইব্রাহিম খলিল, ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন, ঢাকা বারের সিনিয়র সহসাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানিতে তারা বলেন, এই আসামি মামলায় এজাহারভুক্ত। তাকে মিডিয়া সন্ত্রাসী দাবি করে বলেন, এই আসামি লাইভে এসে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে আন্দোলনকারীদের ওপর নারকীয় হত্যাকাণ্ড করতে উৎসাহিত করেন। তাকে রিমান্ডে নিলে জানা যাবে, কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, কার কী নির্দেশনা ছিল। কারা অর্থদাতা ও অস্ত্রদাতা। এই আসামি ডিবির হারুনের সঙ্গে একাধিক লাইভ করেছেন।

এসময় তারা আফ্রিদির সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। কাঠগড়ার লোহার রেলিংয়ে হাত দিয়ে মনোযোগ দিয়ে শুনানি শুনেন আফ্রিদি।

পরে আসামি পক্ষের আইনজীবী আদালতকে জানান, আন্দোলনের পক্ষে ছিলেন আফ্রিদি। আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে তার একাধিক পোস্ট আছে। এসময় এজলাসে ফের হট্টগোল শুরু হয়। আসামি পক্ষের আইনজীবী খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীর ছবি দেখিয়ে বলেন, ‘আসামির আলাদা রাজনৈতিক কোনো পরিচয় নেই। তার বাবা ব্যবসায়ী। কোনো রাজনৈতিক দলের পদ-পদবি নেই। আফ্রিদির কিডনিতে জটিলতা আছে জানিয়ে তাকে আনা-নেওয়ার ক্ষেত্রে আদালতের কাছে অ্যাম্বুলেন্স সুবিধা চাওয়া হয়। এরপর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

শুনানি শেষে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে আফ্রিদিকে পেটে হাত দিয়ে খুড়িয়ে হাঁটতে দেখা যায়। হাজতখানার সামনে দেখা যায় তার পা খালি। ভিড়ে জুতা খুইয়েছেন তিনি।
এর আগে গত ১৩ মে গ্রেপ্তারের পর হত্যা মামলার শুনানির জন্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম তীব্র ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্যে নিজের জুতা হারান। পরে সে জুতা আদালত পাড়ার এক পাগলির পায়ে দেখা যায়।

এর আগে বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে রোববার (২৪ আগস্ট) রাতে সিআাইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে।

গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন এ মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোঁড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এ মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

ভাই-বোনের সম্পর্ক, বন্ধুত্বের বন্ধন! Aug 26, 2025
মানুষের ভিড়, মোদীর জন্য বড় বার্তা! | থালাপতি বিজয় Aug 26, 2025
img
ভারতকে যুক্তরাষ্ট্রের বন্ধু হিসেবে আখ্যা দিলেন নিকি হ্যালি Aug 26, 2025
img
যেসব খাবারে বাড়তে পারে থাইরয়েডের সমস্যা Aug 26, 2025
img
১৬ বছরের নোমোহার নৈপুণ্যে শেষ মুহূর্তে জিতল লিভারপুল Aug 26, 2025
img
রিয়াল ছেড়ে ফরাসি ক্লাবে যাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবায়োস Aug 26, 2025
img
চুপিসারে বাগদান সারলেন অর্জুন টেন্ডুলকার Aug 26, 2025
img
সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজারের বেশি প্রবাসী Aug 26, 2025
img
আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা Aug 26, 2025
img
সাংবাদিক তুহিনের পরিবারের পাশে থাকার অঙ্গীকার জামায়াতে ইসলামীর Aug 26, 2025
img
আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের সমাপ্তি হবে: ট্রাম্প Aug 26, 2025
img
টেস্টে জো রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন কিংবদন্তি শচীন Aug 26, 2025
img
নেইমার ও ভিনিসিউস ছাড়াই ব্রাজিল স্কোয়াডে চমক! Aug 26, 2025
img
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের Aug 26, 2025
img
ফেনীতে ২ কেজি গাঁজাসহ আটক ৩ Aug 26, 2025
img
এ বার গণেশ পুজো হবে না শিল্পা ও রাজের বাড়িতে, কেন? Aug 26, 2025
img
কখনও যিশুর কোলে ইয়ালিনি, কখনও খুদে সঞ্চালকদের সঙ্গে খেলাধুলো! Aug 26, 2025
img
১২০০ কোটির সম্পত্তিতে সোহার অংশ কত? সাইফের চেয়ে কম কেন? Aug 26, 2025
img
‘বিশ্বাস তো বহু দিন আগেই আমার ভেঙে গিয়েছে’, ফের চাহালকে খোঁচা দিলেন ধনশ্রী Aug 26, 2025
img
উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, তবে কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে: গোলাম মোর্তোজা Aug 26, 2025