ফেনীর ছাগলনাইয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও ঘোপাল তদন্ত কেন্দ্র পুলিশের যৌথ অভিযানে দুই কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার ঘোপাল ইউনিয়নের পুরাতন মুহুরীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. আহাদুন্নবী মুরাদ (৪৪), শেখ মোহাম্মদ নাইমুল হক সজিব (১৮) ও সাইফুল আলম মিলন (৪২)। তারা সবাই মুহুরীগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অভিযানে বাড়ির ছাদে থাকা টব থেকে ৩২ সেন্টিমিটার লম্বা একটি গাঁজা গাছও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এমআর