সন্দেহ নেই ন্যূনতম কর একটা কালাকানুন:এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, কোনো সন্দেহ নেই ন্যূনতম কর একটা কালাকানুন, এটা স্বীকার করতেই হবে। বিজনেসে কর হবে মুনাফার ওপর। তা না করে মিনিমাম কর নির্ধারণ করছি। সমস্যা হচ্ছে এগুলো ঠিক করতে গেলে আমাদের কর আহরণ কমে যাবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে অভিজাত একটি হোটেলে আয়োজিত এক সংলাপে এ কথা বলেন তিনি। কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র গবেষক মো. তামিম আহমেদ।

সিপিডি’র গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

এনবিআর চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাংকের সহযোগিতায় আমার একটি নতুন প্রজেক্টে হাত দিয়েছি। আমরা চাই অটোমেটেড এনবিআর। সবকিছু যদি ডিজিটাল করতে পারি তাহলে বোতাম টিপলেই ভ্যাট রিটার্ন ও কর রিটার্ন হয়ে যাবে। আমাদের অডিট রিপোর্টের কোয়ালিটি নিয়ে বড় প্রশ্ন আছে। অডিটের ঘোষণাগুলো দেখলে বোঝা যায় এখানে প্রকৃত চিত্র উঠে আসেনি।

তিনি বলেন, বর্তমানে এনবিআরে অডিটের ম্যানুয়াল সিলেকশন বন্ধ করে দিয়েছি। কারণ অডিট ম্যানুয়াল সিলেকশন হলে একই ব্যক্তি প্রতি বছর অডিটের আওতায় পড়ে যায়। এটা এখানেও এক ভাই অভিযোগ করলো। আমরা বলেছি অডিট সিলেকশন হবে ঝুঁকিকে ভিত্তি করে। এ কারণে আমরা যতদিন পর্যন্ত ডিজিটাল সিস্টেম করতে না পারবো, ততদিন ম্যানুয়াল ভ্যাট অডিট বন্ধ থাকবে। দরকার হলে কেয়ামত পর্যন্ত অডিট বন্ধ থাকবে। আমাদের অটোমেটেড করতেই হবে।

করজাল প্রসঙ্গে আবদুর রহমান বলেন, আমরা করের আওতা যদি বাড়াতে পারি তাহলে কর হার ও ভ্যাট হার কমাতে পারবো। কমপ্লায়েন্স যখন করতে পারবো ভ্যাটে এক রেট বাস্তবায়ন করা সম্ভব হবে। আর রিফান্ড অটোমেটিক করদাতার হিসাবে চলে যাওয়া উচিত বলে মনে করি।

তিনি বলেন, ন্যূনতম কর নিয়ে অনেক কথা হয়েছে। কোনো সন্দেহ নেই ন্যূনতম কর একটা কালাকানুন। এটা স্বীকার করতেই হবে। বিজনেসে কর হবে মুনাফার ওপর। তা না করে মিনিমাম কর নির্ধারণ করছি। সমস্যা হচ্ছে এগুলো ঠিক করতে গেলে আমাদের কর আহরণ কমে যাবে। যখন আমরা মোটামুটি সিস্টেমে চলে আসবো তখন ওই বাস্তবায়ন করতে পারবে। এ বছর আমরা চেষ্টা করেছি প্রচুর ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে। আসলে ব্যবসায়ীদের সহজ করে না দিলে তাহলে রাজস্ব আহরণ কঠিন হয়ে যাবে।

অনুষ্ঠানে সিপিডির এক গবেষণায় বলা হয়, ৮২ শতাংশ ব্যবসায়ী বর্তমান কর হারকে ‘অন্যায্য’ ও ব্যবসার উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা বলে মনে করেন। সমীক্ষায় অংশ নেওয়া ব্যবসায়ীদের মধ্যে ৭৯ শতাংশ কর কর্মকর্তাদের জবাবদিহির অভাবকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। ৭২ শতাংশ বলেছেন, কর প্রশাসনে দুর্নীতি তাদের জন্য প্রধান প্রতিবন্ধকতা।

ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত ১২৩টি প্রতিষ্ঠানের ওপর পরিচালিত এ সমীক্ষায় আরও দেখা যায়, ৬৫ শতাংশ ব্যবসায়ী নিয়মিত কর দাবিকে কেন্দ্র করে কর কর্মকর্তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। অনেক ব্যবসায়ী অভিযোগ করেছেন, যথাযথ ব্যাখ্যা বা পূর্বাভাস ছাড়াই কর কর্মকর্তারা অনেক সময় ইচ্ছেমতো কর আরোপ করেন।

ভ্যাট বিষয়ে অংশগ্রহণকারী ৭৩ দশমিক ৫ শতাংশ ব্যবসায়ী জানিয়েছেন, জটিল ভ্যাট আইন তাদের জন্য বড় প্রতিবন্ধকতা। এ ছাড়া অস্পষ্ট ভ্যাট নীতিমালা, কর কর্মকর্তাদের সীমিত সহযোগিতা, প্রশিক্ষণ ও সচেতনতার ঘাটতি, পণ্য ও সেবার শ্রেণিবিন্যাসে জটিলতা এবং উচ্চ অনুবর্তন ব্যয় ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক এন্টারপ্রাইজ সার্ভের কাঠামো অনুসরণ করে পরিচালিত এ ভ্যাট সমীক্ষায় ঢাকা ও আশপাশের জেলাসহ মোট ৩৮৯টি প্রতিষ্ঠান অংশ নেয়।

এফপি/ টিকে  

Share this news on:

সর্বশেষ

img
জম্মু কাশ্মীরে বৃষ্টি-ভূমিধসে ১০ জনের মৃত্যু Aug 26, 2025
img
মানুষকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না: চরমোনাই পীর Aug 26, 2025
img
মালয়েশিয়ার বিদেশি শ্রমিকদের ৩৭ শতাংশই বাংলাদেশি Aug 26, 2025
img
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সম্মান চাই : নিলোফার চৌধুরী মনি Aug 26, 2025
img
৫ মাসে বাংলাদেশ প্রায় ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে : বিডা Aug 26, 2025
img
বলিউডের প্রথম ১০০ কোটির নায়িকা ছিলেন এই ‘দুঃসাহসী মডেল’ Aug 26, 2025
img
অক্টোবরে ২টি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে যাবে বাংলাদেশ Aug 26, 2025
img
সম্মেলনের শেষ দিনে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন অতিথিরা Aug 26, 2025
img
ভারতের ওপর দেয়া অতিরিক্ত শুল্ক কার্যকর হচ্ছে ২৭ আগস্ট, নোটিশ জারি যুক্তরাষ্ট্রের Aug 26, 2025
img
এবার পরিচালকের আসনে যিশু সেনগুপ্ত, নায়িকা দর্শনা Aug 26, 2025
img
ভিপি প্রার্থীকে ‘শুভকামনা’ জানিয়ে উপদেষ্টার পোস্ট, সমালোচনায় ডিলিট Aug 26, 2025
img
কনটেইনার জট কমাতে চট্টগ্রাম বন্দরের নতুন সিদ্ধান্ত Aug 26, 2025
img
ফজলুর রহমানের দলীয় সব পদ ৩ মাসের জন্য স্থগিত করেছে বিএনপি Aug 26, 2025
img
এসএ২০ লিগের ড্রাফটে মাহমুদউল্লাহসহ ২৩ বাংলাদেশি ক্রিকেটার Aug 26, 2025
img
এসএসসি ২০২৬: সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত Aug 26, 2025
img
বর্ণবাদের শিকার এমবাপ্পে ও ভিনিসিউস, তদন্ত শুরু করেছে লা লিগা Aug 26, 2025
img
বিএনপির কারণ দর্শানোর নোটিশের জবাব দিলেন ফজলুর রহমান Aug 26, 2025
img
সাবেক বনমন্ত্রী ও প্রধান বন সংরক্ষকের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে দুদক Aug 26, 2025
img
রাজস্ব ফাঁকির অভিযোগে সামিট কমিউনিকেশনের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা Aug 26, 2025
img
নাফ নদী থেকে ফের ৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি Aug 26, 2025