ব্যবসায়ীদের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত ভ্যাটের ল্যাংড়া-খোঁড়া আইন হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘রিফর্ম ইন করপোরেট ট্যাক্স অ্যান্ড ভ্যাট এ জাস্টিস পার্সপেক্টিভ ফর এনবিআর’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ব্যবসায়ীদের বিরোধিতার কারণে দীর্ঘ আলোচনার পরও শেষ পর্যন্ত ভ্যাটের ল্যাংড়া-খোঁড়া আইন হয়েছে। পরিচ্ছন্ন আইন হয়নি। সামগ্রিক কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ব্যবসার পরিচালন খরচ কমাতে ভ্যাটের একক হার চালুর বিকল্প নেই।’
তিনি বলেন, ‘ভ্যাটের একক রেট হওয়ার কোনো বিকল্প নেই। রাষ্ট্রীয় ব্যয়ের অগ্রাধিকার ও যৌক্তিকতা ঠিক করতে হবে। এটি করা না হলে সাধারণ মানুষ কর দিতে আগ্রহী হবেন না। সামগ্রিক কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।’
জিডিপির অনুপাতে ট্যাক্সের হার ক্রমাগতভাবে কমছে, এটি আতঙ্কের বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘বিদেশি ঋণের বোঝা কমাতে রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই। আর রাজস্ব বাড়াতেই জাতীয় রাজস্ব বোর্ডকে দুইভাগ করা হয়েছে।’
আর সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি উত্তরনে অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই।
এমকে/এসএন