যুদ্ধ আর প্রেমে ব্যস্ত ভিকি, আপাত পেছাল ‘মহাবতার’ এর শ্যুটিং
মোজো ডেস্ক 03:44PM, Aug 26, 2025
ম্যাডক ফিল্মসের বহুল প্রতীক্ষিত পৌরাণিক কাহিনিভিত্তিক ছবি ‘মহাবতার’–এর মুক্তি পিছিয়ে গেল। ভিকি কৌশল এখানে অভিনয় করছেন ভগবান পরশুরামের চরিত্রে। প্রথমে ছবিটি ২০২৬ সালের বড়দিনে মুক্তির কথা ছিল। তবে সর্বশেষ খবর অনুযায়ী, মুক্তির তারিখ পিছিয়ে যাচ্ছে ২০২৭ সালের স্বাধীনতা দিবসে।
ছবির দেরির মূল কারণ ভিকি কৌশলের ব্যস্ত সময়সূচি। সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং দীর্ঘায়িত হওয়ায় শুরুতে ধাক্কা খেয়েছে ‘মহাবতার’। এ ছাড়া এপ্রিল ২০২৬ থেকে শুটিং শুরু করার আগে ভিকিকে নিতে হবে দীর্ঘ শারীরিক প্রশিক্ষণ। এর সঙ্গে যোগ হয়েছে দীর্ঘ শুটিং এবং জটিল ভিএফএক্স কাজ। ফলে ২০২৬ সালের মধ্যে সিনেমা মুক্তি পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
তবে এই পরিবর্তনে ম্যাডক ফিল্মস পড়েছে অস্বস্তিতে। কারণ ২০২৭ সালের স্বাধীনতা দিবসের তারিখে ইতোমধ্যেই মুক্তির জন্য নির্ধারিত আছে ‘স্ত্রী ৩’। ফলে নতুন করে তারিখ পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এদিকে জোর গুঞ্জন উঠেছে— বড়দিন ২০২৬–এর শূন্যস্থান দখল করতে পারে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কিং’। যদিও এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন চূড়ান্ত নিশ্চিতকরণের জন্য।
বর্তমানে ভিকি কৌশল ব্যস্ত আছেন ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ নিয়ে। আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে যুদ্ধকালীন এক প্রেমকাহিনিতে দেখা যাবে তাকে।