রংপুরে বুয়েট শিক্ষার্থী ও প্রকৌশলী রোকনুজ্জামানকে হত্যার হুমকির বিচার এবং তিন দফা দাবিতে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিতে রাজশাহী ছেড়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে বনলতা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী রেলস্টেশন থেকে যাত্রা করেন প্রায় শতাধিক শিক্ষার্থী।
এর আগে ভোর ৪টার দিকে বাসে আরও দেড় শতাধিক শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকায় শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে দেশের সব প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে। এদিন দুপুরে রংপুর নেসকো অফিসে এক প্রকৌশলীকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহীতে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন রুয়েট শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:
১. ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হতে হবে বিএসসি ডিগ্রি এবং সবাইকে সমানভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। কোটার মাধ্যমে বা সমমান পদ তৈরি করে কাউকে পদোন্নতি দেয়া যাবে না।
২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীর জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না। একইসঙ্গে নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকৌশল স্নাতকদের বঞ্চিত করে ডিপ্লোমাধারীদের নবম গ্রেডে নিয়োগ দেয়া হচ্ছে। এ বিষয়ে তিন দফা দাবিতে এরই মধ্যে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আন্দোলনে বুয়েটসহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন।
এফপি/ টিকে