ইনস্টাগ্রামে বলিউড কিং শাহরুখ খানের মেতে সুহানা খানের নতুন স্টাইলিশ পোস্ট ঘিরে মুহূর্তেই নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। আর তাতে বাড়তি মাত্রা যোগ করেছেন স্বয়ং শাহরুখ খান। মেয়ের ছবিতে বাবার মিষ্টি মন্তব্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি হলুদ পোশাকে ঝলমলে সাজে হাজির হয়েছিলেন সুহানা। দেখা যায়, চোখে গাঢ় মাসকারা, ঠোঁটে নুড গ্লস, চুল বাঁধা টাইট পোনি; পরনে ফুল স্লিভ কোটি ও শর্টস; যেন একেবারেই নতুন লুকে ধরা দেন তিনি।
পোস্টের ব্যাকগ্রাউন্ডে বাজছিল ভাই আরিয়ান খানের পরিচালিত সিরিজ ‘দ্যা ব্যডস অফ বলিউড’- এর গান ‘বাদলি সি হাওয়া হ্যা’।
ছবির ক্যাপশনে সুহানা লিখেছেন, ‘সং অ্যান্ড মাসকারা অন রিপিট’। আর সেই পোস্টেই শাহরুখের নজরকাড়া কমেন্ট, ‘ইয়েহ বাদলি বাদলি সি, বাট সেম সেম প্রেটি’। আর মুহূর্তেই ছড়িয়ে পড়ে বাবার এই প্রতিক্রিয়া।
২০২৩ সালের ডিসেম্বরে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে নেটফ্লিক্সে অভিষেক হয়েছিল সুহানার। এবার বড় পর্দায়ও বাবার সঙ্গেই অভিষেক হচ্ছে তার। শাহরুখ খানের সঙ্গে তিনি আসছেন ‘কিং’ ছবিতে। প্রথমে পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ, পরে সেটি নেন সিদ্ধার্থ আনন্দ। ছবির কাস্টে রয়েছেন জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জিয়, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মা।
এফপি/ টিকে