২৯ বছরে তিনটা মন্ত্রণালয় পেলে ওয়েস্টিন ছাড়া নাস্তা করবে বলে প্রশ্ন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, আমার বয়স ২৯ বছর। আমি পাইয়া গেছি তিনটা মন্ত্রণালয়। আমি কি ওয়েস্টিন ছাড়া নাস্তা করবো? এটা হয়? এটাই রিয়েলিটি।
আমার নাস্তা ওয়েস্টিনে, আমি যদি কোনো বিনোদন করি তাও ওয়েস্টিনেই যাব। আমি ওই পর্যায়ে চলে গেছি। এই জিনিসটা নিজেকে কন্ট্রোল করতে পারে না। এটা বয়স জনিত সমস্যা।
সম্প্রতি এক টেলিভিশনের টকশোতে এসে তিনি এসব কথা বলেন।
মাসুদ বলেন, শেখ হাসিনার পতন হওয়ার পর এনসিপির যারা লিডার আছে এরা মনে করতেছে আমরাই পতন ঘটাইছি। এই কথাটা প্রথম দিন তারা ভাবে নাই। তাদেরকে ভাবতে সাহায্য করেছেন ড. ইউনূস।
ড. ইউনূস বলে ফেলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা। তার মানে উনারা ভাবতে শুরু করছেন যে আমি একটা দেশের প্রধান নির্বাহীকে নিয়োগ করতে পারি। আমি কতটা পাওয়ারফুল! উনি যখন কোন অফিসে যান তখন অফিসের লোকজনকে বলে ভাই তুমি কে? এই দেশের সরকার প্রধানকে আমি নিয়োগ করি। এই যে প্র্যাকটিস, এদের কথাবার্তাও এরকম।
মাসুদ আরো বলেন, কিছুদিন আগে একটা ছেলে ধরা পড়লো পাঁচ লাখ টাকা নিয়ে।
সে পুলিশের কাছে বললো যে আমি গরীবের ছেলে, এত টাকা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। এই যে উপলব্ধি, এটাই কিন্তু হয়েছে ঘটনা। এখন এদেরও একই অবস্থা হয়েছে।
এফপি/ টিকে