বাংলাদেশের রাজপথে ঘুরে ঘুরে কনটেন্ট বানিয়ে ইতোমধ্যেই আলোচনায় এসেছেন রাশিয়ান মডেল ও নৃত্যশিল্পী মনিকা কবির। নানা ভাষায় কথা বলা, মনকাড়া নৃত্য এবং ভিন্নধর্মী ভিডিওর মাধ্যমে জায়গা করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। তবে এবার নতুন করে আলোচনায় এলেন দেশের এক সুপারস্টারকে নিয়ে করা মন্তব্যের জন্য। এক সাক্ষাৎকারে মনিকা জানালেন, সুযোগ পেলে তিনি শাহরুখ খান নয়, বাংলাদেশের শাকিব খানের সঙ্গেই বড় পর্দায় কাজ করতে চান।
সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন মনিকা। যেখানে তিনি জানিয়েছেন, সুযোগ পেলে শাহরুখ খান নয়, বরং শাকিব খানকেই নায়ক হিসেবে চান তিনি।
সাক্ষাৎকারে মনিকা জানান, তার জীবনে এমন অনেক ঘটনা রয়েছে, যা থেকে সহজেই সিনেমার গল্প তৈরি করা যায়। উপস্থাপিকা মনিকাকে প্রশ্ন করেন, যদি তিনি সিনেমা বানানো তাহলে সেখানে কোন নায়ককে চাইবেন? শাহরুখ খান নাকি অন্য কেউ।
উত্তরে মনিকা বলেন, ‘শাহরুখ খান বুড়া হয়ে যাবেন। আমি এত দ্রুত কাজ শুরু করতে চাই না। একবার যদি সিনেমা নিয়ে কাজ শুরু করি, তবে দীর্ঘ সময় ধরে কাজ করব। এখন তত দিন পর্যন্ত শাহরুখ অবশ্যই অপেক্ষা করবেন না।
এরপর উপস্থাপিকা প্রশ্ন করেন, বাংলাদেশি কোনো নায়কের সঙ্গে কাজ করতে চান কি না? মনিকা কিছুটা ভাঙা ভাঙা বাংলায় বলেন, ‘আছে একজন, যিনি বিদেশি নায়িকাদের সঙ্গে অভিনয় করেন।’ এতেই যেন ভক্তরা বুঝতে পারেন, এই মডেল ঠিক কোন নায়কের কথা বলছেন।
শাকিব খানের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করে মনিকা জানান, শাকিব খান ঢালিউডের সুপারস্টার, যিনি বহু বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ করেছেন এবং এসব সিনেমা ব্যাবসায়িকভাবে সফল হয়েছে। এ কারণে তিনি মনে করেন, শাকিবের সঙ্গে কাজ করা তার জন্য ভালো হবে।
রাশিয়ার মডেল মনিকা কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় মুখ।
মনিকার রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা, ডাকনাম মনিশকা। তিনি লাতিন নাচে পারদর্শী এবং ছোটবেলা থেকেই বাবার ব্যবসার কারণে বিভিন্ন দেশে বেড়িয়েছেন। তাই রাশিয়ান ভাষার পাশাপাশি বাংলা, হিন্দি, পোলিশ, তুর্কি, ইংরেজি ও আজারবাইজানের ভাষাও জানেন এই লাস্যময়ী মডেল। সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে এই রুশ তরুণী প্রকাশ করেছেন যে তিনি ভবিষ্যতে বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে ইচ্ছুক।