প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন দমন করার প্রবণতা অত্যন্ত হতাশাজনক: ছাত্রশিবির

সমস্যার ভারসাম্যপূর্ণ সমাধান না করে বরং প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করার প্রবণতা অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছে ছাত্রশিবির।

বুধবার (২৭ আগস্ট) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বিবৃতিতে এই মন্তব্য করেন।

নেতারা বলেন, প্রকৌশল শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের নির্দিষ্ট দাবি-দাওয়া নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে। কিন্তু সরকার এ বিষয়ে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ না নিয়ে পূর্বনির্ধারিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অন্যায়ভাবে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের আহত করেছে। নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া উত্থাপন করার সাংবিধানিক অধিকার রয়েছে এবং শিক্ষার্থীদের দাবি-দাওয়াকে সব সময়ই ইতিবাচকভাবে নিয়ে তার ন্যায়সংগত সমাধান করা কর্তৃপক্ষের দায়িত্ব। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, ফলে শিক্ষার্থীরা নিজেদের ন্যায্য অধিকার রক্ষায় বিভিন্ন দাবি উত্থাপন করে আন্দোলন চালিয়ে আসছে।

‘বিশেষ করে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দুটি ভিন্ন ধারায় বিভক্ত হয়ে নিজ নিজ দাবি নিয়ে সারা দেশে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ছাত্রশিবিরসহ বিভিন্ন মহল থেকে বারবার দীর্ঘমেয়াদি এই সংকট নিরসনের জন্য প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হলেও আজও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। সমস্যার ভারসাম্যপূর্ণ সমাধান না করে বরং শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করার প্রবণতা দেখা যাচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক।’

নেতৃবৃন্দ অবিলম্বে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর শান্তিপূর্ণ, কার্যকর ও ন্যায়সঙ্গত সমাধানের ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। একইসঙ্গে শিক্ষার্থীদের ওপর যারা অতিউৎসাহী হয়ে হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে মঞ্চ ও পোশাক কর্মশালা Aug 28, 2025
img
সারা দেশে পুলিশের অভিযানে ১৬৬২ জন গ্রেপ্তার Aug 28, 2025
img
ছাত্রদলে যোগ দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪ প্রতিনিধি Aug 28, 2025
img
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে এক পরিবর্তন Aug 28, 2025
img
এবার বিএনপি নেতা ফজলুর রহমানের পক্ষের হয়ে কথা বললেন তারেক Aug 28, 2025
img
জাহাজে লুকিয়ে বিদেশ যাওয়ার চেষ্টায় ১ যুবক আটক Aug 28, 2025
img
এবার চতুর্থ সারির দলের কাছে হেরে ম্যানইউর বিদায় Aug 28, 2025
img
রশিদ,গুরবাজদের ফিল্ডিং কোচের দায়িত্বে সাবেক আইরিশ ক্রিকেটার Aug 28, 2025
বিজ্ঞাপনের খেসারত? আইনি ঝামেলায় শাহরুখ-দীপিকা! Aug 28, 2025
img
মধ্যরাতে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ Aug 28, 2025
অন্য নারীকে চুমু, অজয়ের ‘গোপন’ কাণ্ড ফাঁস করলেন কাজল Aug 28, 2025
ওয়ানডে র‍্যাঙ্কিং: ধাক্কা খেলেন টাইগাররা, উড়ছে অজিরা! Aug 28, 2025
চোটের কারণে বাদ, তবু অনুপ্রেরণার বার্তা দিলেন নেইমার Aug 28, 2025
বিয়ের পথে রোনালদো-জর্জিনা, আংটির দাম শুনলে চোখ কপালে উঠবে! Aug 28, 2025
ছাত্রদলের ডাকসু প্যানেলে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, রয়েছে ছবি ও ফেসবুক পোষ্ট! Aug 28, 2025
img
তেঁতুলিয়ায় ব্যাংকে ডাকাতির চেষ্টায় যুবক আটক Aug 28, 2025
খিলক্ষেতের সেই মন্দির ভাঙ্গার জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা ফাওজুল কবির Aug 28, 2025
নতুন যে কর্মসূচির ঘোষণা দিলেন প্রকৌশল শিক্ষার্থীরা Aug 28, 2025
কনটেন্ট টাইটেল: প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ ডিএমপি কমিশনারের Aug 28, 2025
৫ আগস্টের পর তৌহিদ আফ্রিদিকে আশ্রয় দিচ্ছিলেন ভিপি নূর! Aug 28, 2025