‘প্রকৌশল শিক্ষার্থীদের ওপর এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রশাসন।

বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) এন এম গোলাম জাকারিয়ার সই করা এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সহকারী প্রকৌশলী পদে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারীদের অধিকার সুরক্ষা, সংশ্লিষ্ট গ্রেডে বৈষম্য দূর ও কোটা-সংক্রান্ত সমস্যার সমাধানে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছেন। এর ধারাবাহিকতায় বুয়েটের উপাচার্য ও সহ–উপাচার্য মঙ্গলবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

এদিকে আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে আট সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

কিন্তু বুধবার শিক্ষার্থীরা যখন তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করে, তখন পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বহু শিক্ষার্থী আহত হন।

বিবৃতিতে বুয়েট প্রশাসন ক্ষোভ প্রকাশ করে জানায়, শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের বদলে পুলিশের এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনায় গভীরভাবে মর্মাহত, ক্ষুব্ধ এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

বুয়েট আশা প্রকাশ করেছে, যথাযথ তদন্তের মাধ্যমে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, শিক্ষার্থীরা সকালে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নিলে দুপুরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অনেকে আহত হন। পরে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, শিক্ষার্থীদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীদের দাবি, পুলিশের হামলায় অন্তত ৫০–৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

পুলিশের দাবি, শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপে তাদের কয়েকজন সদস্যও আহত হয়েছেন।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কোনো প্রতিবন্ধকতাই নির্বাচনী ট্রেন থামাতে পারবে না : যুবদল সভাপতি Aug 28, 2025
img
শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে মঞ্চ ও পোশাক কর্মশালা Aug 28, 2025
img
সারা দেশে পুলিশের অভিযানে ১৬৬২ জন গ্রেপ্তার Aug 28, 2025
img
ছাত্রদলে যোগ দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪ প্রতিনিধি Aug 28, 2025
img
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে এক পরিবর্তন Aug 28, 2025
img
এবার বিএনপি নেতা ফজলুর রহমানের পক্ষের হয়ে কথা বললেন তারেক Aug 28, 2025
img
জাহাজে লুকিয়ে বিদেশ যাওয়ার চেষ্টায় ১ যুবক আটক Aug 28, 2025
img
এবার চতুর্থ সারির দলের কাছে হেরে ম্যানইউর বিদায় Aug 28, 2025
img
রশিদ,গুরবাজদের ফিল্ডিং কোচের দায়িত্বে সাবেক আইরিশ ক্রিকেটার Aug 28, 2025
বিজ্ঞাপনের খেসারত? আইনি ঝামেলায় শাহরুখ-দীপিকা! Aug 28, 2025
img
মধ্যরাতে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ Aug 28, 2025
অন্য নারীকে চুমু, অজয়ের ‘গোপন’ কাণ্ড ফাঁস করলেন কাজল Aug 28, 2025
ওয়ানডে র‍্যাঙ্কিং: ধাক্কা খেলেন টাইগাররা, উড়ছে অজিরা! Aug 28, 2025
চোটের কারণে বাদ, তবু অনুপ্রেরণার বার্তা দিলেন নেইমার Aug 28, 2025
বিয়ের পথে রোনালদো-জর্জিনা, আংটির দাম শুনলে চোখ কপালে উঠবে! Aug 28, 2025
ছাত্রদলের ডাকসু প্যানেলে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, রয়েছে ছবি ও ফেসবুক পোষ্ট! Aug 28, 2025
img
তেঁতুলিয়ায় ব্যাংকে ডাকাতির চেষ্টায় যুবক আটক Aug 28, 2025
খিলক্ষেতের সেই মন্দির ভাঙ্গার জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা ফাওজুল কবির Aug 28, 2025
নতুন যে কর্মসূচির ঘোষণা দিলেন প্রকৌশল শিক্ষার্থীরা Aug 28, 2025
কনটেন্ট টাইটেল: প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ ডিএমপি কমিশনারের Aug 28, 2025