দীর্ঘ চার বছর ধরে চলা আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে শপথ নিলেন সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল মুমিন।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তাকে শপথ বাক্য পাঠ করান।
বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান আব্দুল মুমিন জানান, এই দীর্ঘ লড়াইয়ের সময় তিনি নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন।
শপথ গ্রহণের সময় তিনি বলেন, আজ আমি দৃঢ়তার সঙ্গে শপথ নিলাম, নিজের জীবনটাকে মানুষের তরে উৎসর্গ করছি। অবশেষে সত্যের জয় হয়েছে।
তিনি জানান, নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক শক্তি তাকে জনতার কাছ থেকে দূরে রাখতে চেষ্টা করলেও, আদালত ও জনগণের ভোটের মাধ্যমে তার জয় নিশ্চিত হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলেও নানা আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেননি। এই সময় বিভিন্ন পক্ষ শপথ গ্রহণে বাধা দেওয়ার চেষ্টা করলেও, আদালতের নির্দেশে অবশেষে শপথ গ্রহণ সম্ভব হয়। এর আগে গত সপ্তাহে ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্য শপথ গ্রহণ করেছেন, যা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সম্পন্ন হয়।
শপথের পর স্থানীয় বিভিন্ন পর্যায়ের মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যানকে স্বাগত জানান। শপথ গ্রহণের এই মুহূর্তে চেয়ারম্যান আব্দুল মুমিনের উচ্ছ্বাস প্রকাশ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন ভোটার ও সমর্থকদের প্রতি।
এমকে/টিএ