ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকে উৎসব মুখর পরিবেশে আনতে চায় নির্বাচন কমিশন এজন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত-এ কথা জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আখতার আহমেদ বলেন, আগামী মাসের ১৫ তারিখ থেকে রাজনৈতিকদলসহ অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ শুরু হয়ে চলবে অক্টোবর পর্যন্ত।
আর নভেম্বরের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে- এ কথা জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ভোটগ্রহণের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করে হবে। তবে ভোটগ্রহণের তারিখ তো আমি জানি না। প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হয়েছে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। আগামী রমজান মানে ১৭ , ১৮ তারিখ সেটা চাঁদ দেখার ওপর নির্ভরও করে।
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ তাদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে -এ কথা জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর বিধিমালা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে এবং সাংবাদিক ও পর্যবেক্ষক নীতিমালা একই মাসে চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
আখতার আহমেদ বলেন, ভোটকেন্দ্র নীতিমালায় প্রতি বুথে ৬০০ পুরুষ ৫০০ নারী রাখার বিধান করা হচ্ছে এবং প্রবাসীরা এবার সহজ পদ্ধতিতে ভোট দেয়ার সুযোগ পাবেন । তিনি বলেন, ৩১ অক্টোবরের মধ্যে ম্যানুয়াল ভোটার তালিকা দেয়া হবে এছাড়াও ব্যালট বক্স মজুদ রয়েছে ইসিতে, কিনতে হচ্ছে না।
এসএস/এসএন