এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল থেকে আফগানিস্তান ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। তাই ওভাল ইনভিন্সিবলস দ্য হান্ড্রেডের ফাইনালে উঠলেও খেলা হচ্ছে না রশিদ খানের। রোববার অনুষ্ঠিত হবে হান্ড্রেডের ফাইনাল।
দলের ফাইনালে উঠার পথে রশিদ খান এবার দারুণ অবদানই রেখেছেন। ৬ ইনিংস বল করেই ১২ উইকেট নিয়েছেন, সেটাও আবার ১৩.৬৬ গড় ও ৮.২০ ইকোনমিতে। এমন একজন গুরুত্বপূর্ণ সদস্যকে ফাইনালে পাচ্ছে না ওভাল। জাতীয় দলকে সার্ভিস দিতে আরব আমিরাতে পা রেখেছেন ২৬ বছর বয়সি লেগি।
আগামীকাল শুরু হয়ে ত্রিদেশীয় সিরিজ চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ, যেখানে আফগানিস্তান আছে ‘বি’ গ্রুপে। গ্রুপে প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকংকে। ৯ সেপ্টেম্বর আফগানিস্তানের মিশন শুরু হবে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই দুই সিরিজেই রশিদ জাতীয় দলকে নেতৃত্ব দেবেন।
রশিদের জায়গায় ফাইনালের জন্য ওভাল দলে নিয়েছে আরেক লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে। তিনি ওভালের গত দুবারের শিরোপা জয়ী দলের সদস্য; ২০২৩ মৌসুমে মাত্র ৩ ইনিংসেই নিয়েছিলেন ৬ উইকেট। গত মৌসুমে তো টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিই হন তিনি। ৯ ম্যাচে ১৯টি উইকেট শিকার করেছিলেন ৩৩ বছর বয়সি লেগ স্পিনার।
সাদা বলে জাম্পা অস্ট্রেলিয়ার স্পিন অ্যাটাকের মূল ভরসা। দেশের হয়ে ওয়ানডে ও টি-২০ মিলিয়ে ২১৭ ম্যাচে ৩২২ উইকেট নিয়েছেন তিনি। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও অবাধ বিচরণ তার। ৩১০টি স্বীকৃত টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩৮৫ উইকেট।
শনিবার হান্ড্রেডের এলিমিনেটরে মুখোমুখি হবে ট্রেন্ট রকেটস ও নর্দার্ন সুপারচারজার্স। ফাইনালে এই ম্যাচের জয়ী দলের মুখোমুখিই হবে ওভাল।
ইএ/টিকে