দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসভবন ফিরোজায় পৌঁছানোর পর বেগম জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক জানান, বর্তমানে তার (বেগম খালেদা জিয়া) শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ডা. জাহিদ বলেন, আওয়ামী লীগ আমলে তার চিকিৎসায় অনেক অবহেলা হয়েছে। সময়মতো চিকিৎসা করতে পারলে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ার সম্ভাবনা ছিল।
এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টা ৫ মিনিটে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় পৌছায় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর।
এর আগে রাত পৌনে ৮টার দিকে গুলশানের বাসভবনে ফিরোজা থেকে বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালের উদ্দেশে যাত্রা করে। পরে রাত সাড়ে ৮টায় তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, ম্যাডামকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তার গাড়িবহর হাসপাতালে এসে পৌঁছায়।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদের বরাতে বিএনপির এ নেতা জানান, স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতেই ম্যাডামের (খালেদা জিয়া) বাসায় ফেরার কথা রয়েছে।
এর আগে রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডামকে (বেগম খালেদা জিয়া) স্বাস্থ্য পরীক্ষার জন্য বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার গাড়িবহর হাসপাতালে রওনা হওয়ার আগে তার বাসভবনে ফিরোজা গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এফপি/ টিএ