ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলেন ফেডারেল রিজার্ভ গভর্নর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন ফেডারেল রিজার্ভের (ফেড) গভর্নর লিসা কুক। তিনি যুক্তি দিয়েছেন, তাকে অপসারণ করার প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো সাংবিধানিক ক্ষমতা নেই। যা প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে দীর্ঘস্থায়ী নিয়ম পুনর্নির্মাণের জন্য একটি আইনি লড়াই শুরু করবে।

ট্রাম্প কুককে তার চাকরি থেকে অপসারণের বিষয়ে একটি চিঠি প্রকাশ করার তিন দিন পর, বৃহস্পতিবার এই মামলা দায়ের করা হয়।

মামলায়, কুক যুক্তি দেন যে, ট্রাম্প তাকে তার পদ থেকে অপসারণের চেষ্টা করে ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। ১৯১৩ সালের ফেডারেল রিজার্ভ আইনের অধীনে, প্রেসিডেন্ট কেবল ‘কারণ অনুযায়ী’ একজন ফেডারেল রিজার্ভ গভর্নরকে অপসারণ করতে পারেন, যা সাধারণত গুরুতর অসদাচরণ বা কর্তব্যে অবহেলার অর্থ বোঝায়।

দেশের কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা হিসেবে, ফেডারেল রিজার্ভকে প্রেসিডেন্ট বা কংগ্রেসের মতো সরকারের রাজনৈতিক শাখা থেকে স্বাধীন বলে মনে করা হয়। তত্ত্বগতভাবে, এটি রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক নীতি নির্ধারণ করতে সক্ষম হতে পারে।

কিন্তু ট্রাম্পের অধীনে ফেড হোয়াইট হাউস থেকে তার স্বাধীনতা বজায় রাখতে পারবে কিনা তা নিয়ে উদ্বেগের ফলে বিশ্ব অর্থনীতিতে তীব্র প্রভাব পড়তে পারে। ট্রাম্প প্রথমে কুককে অপসারণের কথা বলার পর মার্কিন ডলার অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে পড়ে যায়।

কিন্তু ট্রাম্প গত সোমবার (২৫ আগস্ট) নজিরবিহীনভাবে ঘোষণা দেন, তিনি কুককে বরখাস্ত করবেন। ট্রাম্পের অভিযোগ, ফেডে যোগদানের আগে ২০২১ সালে মর্টগেজ জালিয়াতি করেছিলেন কুক।

তবে অভিযোগটি অস্বীকার করে কুক বলছেন, এমনকি অভিযোগ সত্যও হলেও তা তার অপসারণের ‘বৈধ কারণ’ হতে পারে না।

ট্রাম্পের এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা ও এর ওপর অস্থায়ী স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেছেন কুক। মামলার চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ফেড যেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে, আবেদনে সেই আদেশ চাওয়া হয়েছে।

মঙ্গলবার মামলা দায়েরের আগে ফেডারেল রিজার্ভের একজন মুখপাত্র বলেছিলেন যে ব্যাংক আদালতের যেকোনো সিদ্ধান্ত মেনে চলবে।

কুককে ২০২২ সালে ফেডারেল রিজার্ভে নিযুক্ত করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, যিনি একজন ডেমোক্র্যাট ছিলেন, এবং কুক প্রথম কৃষ্ণাঙ্গ নারী যিনি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেছেন।

সূত্র: আল জাজিরা

এফপি/ টিএ

Share this news on:

সর্বশেষ

img
ডাকসু নির্বাচনে ডিজিটাল মোবাইল জার্নালিজম পুরো নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে: উমামা ফাতেমা Aug 29, 2025
img
গাজীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা Aug 29, 2025
img
জাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা Aug 29, 2025
img
ভারত-কানাডা সম্পর্ক পুনঃস্থাপনের জন্য নতুন হাইকমিশনার নিয়োগ Aug 29, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 29, 2025
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নিয়ে হুশিয়ারী দিলেন জামায়াত নেতা Aug 29, 2025
বিশ্ব অর্থনীতির ভারসাম্য দ্রুত এশিয়ার দিকে সরে যাচ্ছে: পুতিন Aug 29, 2025
দাবি নিয়ে যা জানালো প্রকৌশল শিক্ষার্থীরা Aug 29, 2025
নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া Aug 29, 2025
পাঠ্যবই ছাপানোয় অনিয়ম ঠেকাতে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্তে সরকার Aug 29, 2025
ভোটে জিতি বা না জিতি, সবার মন জয় করেছি - সর্ব মিত্র চাকমা Aug 29, 2025
যারা পিআর বুঝেনা তাদের রাষ্ট্রক্ষমতা চালানো নিয়ে প্রশ্ন তুললেন তাহের Aug 29, 2025
সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই ছাত্র সংসদ নির্বাচনের Aug 29, 2025
১ বছর কারাগারে থেকেও বদলায়নি সালমান এফ রহমানের আভিজাত্য Aug 29, 2025
তুরস্কের বিমান প্রতিরক্ষা শক্তি বাড়ানোর নতুন পদক্ষেপ Aug 29, 2025
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, রোজার আগে নির্বাচন জানালো ইসি Aug 29, 2025
আলিয়া-পায়েলের তিক্ততার নতুন কাহিনি! Aug 29, 2025
img

জাকসু

প্যানেলে জায়গা না পেয়ে ছাত্রদল নেত্রীর স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা Aug 29, 2025
নতুন মাইলফলকে হামজার আনন্দঘন বার্তা! Aug 29, 2025
img
ডিএসসিসি এলাকায় টাইফয়েড টিকাদান শুরু ১২ অক্টোবর Aug 29, 2025