গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত কোচ উদ্ধার করা হয়েছে। এর ফলে সোয়া ৩ ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানান জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মাহমুদুল হাসান।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুরের রাজেন্দ্রপুর রেল স্টেশন এলাকায় পৌঁছালে একটি কোচ লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেলপথে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। পরে বিকল্প ইঞ্জিনে লাইনচ্যুত কোচটি সরিয়ে নেওয়া হয়। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত কোচ উদ্ধার করলে সোয়া তিন ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। এতে কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি দেওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এফপি/ টিএ