মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুমের লিগপর্বের ড্র অনুষ্ঠান। গতবারের মতো এই আসরেও মোট ৩৬টি দল অংশগ্রহণ করছে। ৩৬টি দলকে ৪টি পটে রেখে ড্র অনুষ্ঠিত হয়।
প্রথম পটে ছিল পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা। এই পট থেকে প্রতিবার ম্যানুয়ালি একটা দল নিয়ে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে তাদের ৮ প্রতিপক্ষ নির্ধারণ করা হয়। শুরুতেই নাম উঠে বায়ার্ন মিউনিখের। তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চেলসি, পিএসজি, ক্লাব ব্রুগ, আর্সেনাল, স্পোর্টিং সিপি, পিএসভি, ইউনিয়ন সেন্ট, ও পাফোসকে।
প্রথম পট থেকে এরপর নাম উঠে চেলসির। তাদের প্রতিপক্ষ বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আটালান্টা, আয়াক্স, নাপোলি, পাফোস ও কারাবাগ। তিন নম্বরে নাম উঠা রিয়াল মাদ্রিদের ৮ প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি, লিভারপুল, জুভেন্টাস, বেনফিকা, মার্শেই, অলিম্পিয়াকোস, মোনাকো ও কাইরাত আলমাটি। রিয়ালের ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি ঘরের মাঠে পড়লেও লিভারপুলের বিপক্ষে খেলতে হবে অ্যানফিল্ডে।
ইন্টার মিলানের ৮ প্রতিপক্ষ লিভারপুল, ডর্টমুন্ড, আর্সেনাল, অ্যাতলেটিকো মাদ্রিদ, স্লাভিয়া প্রাহা, আয়াক্স, কাইরাত আলমাটি ও ইউনিয়ন সেন্ট। ডর্টমুন্ডের প্রতিপক্ষ ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, ভিয়ারিয়াল, জুভেন্টাস, বোদো/গ্লিমট, টটেনহ্যাম, অ্যাথলেটিক বিলবাও ও কোপেনহ্যাগেন। লিভারপুলের ৮ প্রতিপক্ষ হলো রিয়াল মাদ্রিদ, ইন্টার, অ্যাতলেটিকো, ফ্রাঙ্কফুর্ট, পিএসভি, মার্শেই, কারাবাগ ও গ্যালাতসারে।
বার্সেলোনা ও পিএসজি এই মৌসুমে লিগপর্বেই মুখোমুখি হবে। হ্যান্সি ফ্লিকের শিষ্যরা পিএসজি ছাড়াও খেলবে চেলসি, ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুগ, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাহা, কোপেনহ্যাগেন ও নিউক্যাসল। পিএসজির প্রতিপক্ষ বার্সা, বায়ার্ন মিউনিখ, আটালান্টা, লেভারকুসেন, টটেনহ্যাম, স্পোর্টিং, নিউক্যাসল ও বিলবাও। ম্যানচেস্টার সিটির ৮ প্রতিপক্ষ ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, লেভারকুসেন, ভিয়ারিয়াল, নাপোলি, বোদো/গ্লিমট, গ্যালাতসারে ও মোনাকো।
এফপি/ টিএ