তেলুগু সিনেমার উঠতি নায়িকা হিসেবে একসময় বেশ আলোচিত ছিলেন নিধি আগরওয়াল। বড় পরিসরের ছবিতে কাজ করে দ্রুত শীর্ষ সারিতে পৌঁছানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু বাস্তব ছবিটা এখন ভিন্ন। একের পর এক ব্যর্থতা ও বিলম্ব তার ক্যারিয়ারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।
নিধির প্রথম বড় বাজির নাম ছিল হরি হরা বীরা মল্লু পার্ট ১। পাওয়ান কল্যাণের মতো তারকার সঙ্গে এই ছবিতে কাজ করা নিধির জন্য বিশাল সুযোগ ছিল। তবে বক্স অফিসে ছবিটি ভরাডুবি করে, পাশাপাশি দর্শকের কাছ থেকেও তার অভিনয় প্রশংসা কুড়াতে পারেনি।
এরপর তার ভরসা হয়ে ওঠে প্রভাসের সঙ্গে করা দ্য রাজা সাব। বড় বাজেটের এই ছবির কাজ শেষ করলেও বারবার পিছিয়ে যাচ্ছে মুক্তির দিন। এখন ঘোষণা এসেছে ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের সংক্ৰান্তি উৎসবে। এতদিন অপেক্ষার পরও মুক্তি অনিশ্চিত থাকায় নিধির ক্যারিয়ার যেন থমকে আছে।
বর্তমানে তার হাতে নতুন কোনো ছবি নেই। একসময় যাকে তেলুগু ইন্ডাস্ট্রির সম্ভাবনাময় মুখ বলা হতো, তিনি এখন কেবল প্রাসঙ্গিক থাকার লড়াই চালাচ্ছেন। দক্ষিণী সিনেমায় রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য—এ সত্য আবারও স্পষ্ট হলো নিধির ক্যারিয়ার যাত্রায়। বড় কোনো হিট তার অবস্থান পাল্টে দিতে পারে, কিন্তু সেই প্রতীক্ষা শেষ কবে হবে, তা এখনো অজানা।
এফপি/ টিএ