ভারতের সিনেমা জগতে নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে ‘হাতাক’। ছবিটির প্রথম পোস্টার প্রকাশের পরই সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আলোড়ন। এখানে দেখা যাচ্ছে দ্য কেরালা স্টোরি খ্যাত অভিনেত্রী আদা শর্মাকে একেবারে ভিন্ন রূপে। শিবরঞ্জনী আচার্য চরিত্রে তিনি ধরা দিয়েছেন কোট-স্যুট, ক্যাপ আর হাতে বন্দুক নিয়ে, যেন শক্তি আর দৃঢ়তার প্রতীক।
পোস্টারের ট্যাগলাইনও বলছে— “একটি ডাকাতি, কোনো দয়া নয়”—যা স্পষ্ট করে দিচ্ছে ছবিটি হবে রোমাঞ্চকর অ্যাকশন থ্রিলার।
‘হাতাক’ পরিচালনা করছেন বিজ্ঞাপন নির্মাতা অজয় কে শর্মা, যিনি এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় নামছেন। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এ সিনেমায় উঠে আসবে ক্ষমতা, নৈতিকতা আর জীবনের কঠিন সিদ্ধান্তের লড়াই। আদা শর্মা নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বাস জানিয়ে বলেন, দ্য কেরালা স্টোরি, সানফ্লাওয়ার ২ এবং রীতা সান্যাল–এর পর এবার তাকে একেবারেই নতুনভাবে উপস্থাপন করছে ‘হাতাক’।
৮ পিকচার্স ব্যানারে নির্মিত এ সিনেমার শুটিং শুরু হবে রাজস্থান ও উত্তর ভারতের বিভিন্ন স্থানে। টানা শিডিউলে কাজ শেষে ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। আদার শক্তিশালী উপস্থিতি আর নির্মাতার উচ্চাভিলাষী পরিকল্পনা মিলিয়ে ইতিমধ্যেই ছবিটি আসন্ন সময়ের অন্যতম প্রতীক্ষিত ক্রাইম থ্রিলার হিসেবে বিবেচিত হচ্ছে।
এফপি/ টিএ